
জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'-এ চলছে টানটান উত্তেজনা।

প্রতি পর্বেই প্রতিভাবান ক্ষুদেদের নাচ দেখে শোয়ের বিচারকেরা একেবারে মুগ্ধ।

এবারে বিশেষ পর্বে অতিথি হিসাবে থাকবেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

অতিথি বিচারকের দায়িত্ব ছাড়াও অভিনেতাকে দেখা যাবে ডান্স ফ্লোরে।

অঙ্কুশ, নিজেই একজন অতি পরিচিত নৃত্যশিল্পী। অভিনেতা নিজেও অংশ নেবেন কয়েকজন প্রতিযোগীকে নিয়ে।

যদিও অঙ্কুশের নাচের প্রতি ভালোবাসা এখন মোটামুটি সকলেই জানেন। তাই ফ্যানেদের জন্যে খুশির খবর।

বিশেষ পর্বে মঞ্চ মাতাবেন অঙ্কুশও। প্রতিযোগীদের আরও উৎসাহী করতেই বিশেষ অতিথি হিসাবে থাকবেন তিনি।

এই সপ্তাহ থেকেই ১৫ জন প্রতিযোগীর চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে যাবে।

তাই পরবর্তী ডান্সিং সুপারস্টার হওয়ার জন্যে সকলের মধ্যে চলেছে হাড্ডা হাড্ডি লড়াই।

শনি ও রবিবার রাত সারে ৯ টায় স্টার জলসায় দেখা যাবে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'।