scorecardresearch
 
টেলিভিশন

Anurager Chhowa: পাহাড়ে রোম্যান্টিক মুডে সূর্য- দীপা? দার্জিলিংয়ে টিম 'অনুরাগের ছোঁয়া', দেখুন PHOTOS

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 1/9

 টিআরপ-তে গত কয়েক সপ্তাহ ধরে ঝোড়ো ব্যাটিং করছে 'অনুরাগের ছোঁয়া'। শেষ প্রকাশ্যে আসা রেটিং চার্টেও শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিক। 
 

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 2/9

দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম 'অনুরাগের ছোঁয়া'। গল্পে আসছে নিত্য নতুন ট্যুইস্ট। সম্প্রতি গুটি গুটি পায়ে এক বছর পার করেছে এই মেগা। এরই মাঝে পাহাড়ে গিয়েছিলেন সূর্য -দীপারা।

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 3/9

শৈল শহরে বেশ কিছুদিন শ্যুটিং সেরে বৃহস্পতিবার শহরে ফিরলেন সকলে। দার্জিলিংয়ের ম্যাল, বাতাসিয়া লুপ, মহাকাল মন্দির, চা বাগানের বিভিন্ন স্থানে শ্যুটিং করলেন সকলে। 
 

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 4/9

অভিনেতাদের সকলের সোশ্যাল মিডিয়া ভরেছে পাহাড়ের নানা মুহূর্তে। কাজের ফাঁকেই চুটিয়ে মজা করেছেন সকলের। সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছবি, ভিডিও, রিলস।  
 

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 5/9

পর্দায় হিট সূর্য- দীপার জুটি। তবে টেলিপাড়ার অন্দরে কানাঘুষো শোনা যায়, বাস্তবেও সম্পর্কে রয়েছেন তাঁরা। যদিও কথাটি নিছকই জল্পনা বলে উড়িয়েছেন দিব্যজ্যোতি ও স্বস্তিকা দু'জনেই।
 

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 6/9

তবে দার্জিলিংয়ে রোম্যান্টিক মুডে ধরা দিলেন জুটি। শেয়ার করলেন নানা মুহূর্ত। দিব্যর সঙ্গে একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, "কথা কিছু বুঝে নিতে হয়...।"
 

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 7/9

ধারাবাহিক বা 'সুদীপা' জুটির ফ্যান পেজ থেকে শুরু করে, তারকাদের সোশ্যাল পেজ ভরেছে দার্জিলিং ডাইরিজের ছবিতে। অনুরাগীরাও দারুণ উৎসাহিত, এরপর কী হবে ধারাবাহিকে। 

 

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 8/9

মিশকার নানা ষড়যন্ত্র কাটিয়ে শেষ পর্যন্ত এক হবে সূর্য- দীপা? দুই মেয়ে সোনা -রূপাকে নিয়ে সুখে- শান্তিতে সংসার করবে জুটি? তা জানা যাবে আগামী পর্বগুলিতে। 
 

Anurager Chhowa bangla serial অনুরাগের ছোঁয়া
  • 9/9

সমস্ত ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম