scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Bengali Serial: নোয়া-মাম্পিকে নিয়ে তুলকালাম দেশের মাটির ফ্যানপেজে

দেশের মাটি
  • 1/11

একজনকে ভালো দেখাতে গেলে অন্যজনকে কালো দেখাতেই হবে? এমনটাই জিজ্ঞাসা করছেন ধারাবাহিকের দর্শকরা।

দেশের মাটি
  • 2/11

কথা হচ্ছে বাংলা মেগা ধারাবাহিক দেশের মাটি নিয়ে। দর্শকদের একটি বড় অংশের বক্তব্য, নোয়াকে ভালো দেখাতে গিয়ে জোর করে যেন মাম্পিকে ভিলেনের ভূমিকায় দাঁড় করাচ্ছে নির্মাতারা।

দেশের মাটি
  • 3/11

ঘটনা এমন জায়গায় পৌঁছেছে যে রাজা এবং মাম্পি ওরফে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায় সোশাল মিডিয়া পেজ থেকে লাইভে আসছেন দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলতে।

Advertisement
দেশের মাটি
  • 4/11

নেটমাধ্যমে এমনটাই ঘোষণা করেছেন স্বয়ং রাহুল।

দেশের মাটি
  • 5/11

শুরু থেকেই ‘নোয়া’ ওরফে শ্রুতি দাস এবং ‘মাম্পি’ ওরফে রুকমাকে নিয়ে দর্শকমনে অঘোষিত দ্বন্দ্ব ছিল।

দেশের মাটি
  • 6/11

ইতিমধ্যেই ‘দেশের মাটি’-র ফ্যানপেজ থেকে লাগাতার বাঁকা মন্তব্য শুরু হয়ে গিয়েছে।

দেশের মাটি
  • 7/11

নোয়ার নাম না নিয়ে নানা রকম মন্তব্য করা হয়েছে। যাতে আখেরে সিরিয়ালের নির্মাতাদের টার্গেট করা হয়েছে।

Advertisement
দেশের মাটি
  • 8/11

বলা হচ্ছে, শুধুমাত্র একজনের প্রতি করুণা দেখাতে গিয়েই জোর করে মাম্পিকে দর্শকের চোখে ছোট করতে চাইছেন লেখিকা।

দেশের মাটি
  • 9/11

মাম্পিকে ক্রমাগত ভিলেন প্রতিপন্ন করার চেষ্টা দর্শকদের একটা বড় অংশ ভালো চোখে দেখছেন না।

দেশের মাটি
  • 10/11

অনেকে সরাসরি সিরিয়াল বয়কটের ডাক দিয়েছেন। এমন দুচোখামো সহ্য হচ্ছে না তাঁদের।

দেশের মাটি
  • 11/11

আর এক অংশের মত, তাঁদের দেখতে ভালো না লাগলেও রাজা-মাম্পির পাশেই থাকবেন তাঁরা। ঘটনা নিয়ে নির্মাতারা কী করবেন, সেটাই এখন দেখার।

Advertisement