Advertisement
মনোরঞ্জন

Jeetu Shirin Marriage On Serial: বর, কনের সাজে জিতু ও শিরিন! হিট 'চিরদিনই তুমি যে আমার'-এ আর্য, অপর্ণার বিয়ের পর্ব

Chirodini Tumi Je Amar
  • 1/10

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। মাঝে আশাহত হয়েছিলেন দর্শকরা। তবে নতুন অপর্ণা আসার পরে রমরমিয়ে চলছে 'চিরদিনই তুমি যে আমার'-র গল্প। 

Chirodini Tumi Je Amar wedding episode
  • 2/10

প্রথমে নানা মতভেদ থাকলেও, দিতিপ্রিয়া রায়ের জায়গায় শিরিন পালকে আপন করে নিয়েছে দর্শক। আর্য-অপর্ণার মাখোমাখো প্রেম- রোম্যান্স ইতিমধ্যেই বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। 

jeetu kamal shirin paul
  • 3/10

এদিকে ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী ধুমধাম করে চলছে আর্য-অপর্ণার বিয়ের পর্ব। সোশ্যাল মিডিয়ায়, প্রোমো, ছবি শেয়ার হতেই দারুণ উৎসাহী দর্শক। 

Advertisement
jeetu shirin
  • 4/10

বিরাট আয়োজন করে অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেয় আর্য। সেই প্রস্তাবে রাজি হয় অপর্ণা। যদিও অপর্ণার বাবা- মা জানতে পারে আর্যর অতীত। তারা মেয়ের বিয়ে বা এই সম্পর্ক নিয়ে বেঁকে বসে। পরে অপর্ণা তাদের জানায়, সে সবটাই জানে এবং সেই অতীতের এখন আর কোনও অস্তিত্ব নেই। কিছুটা নিশ্চিন্ত হয় তারা। 
 

Chirodini Tumi Je Amar episode highlights
  • 5/10

'চিরদিনই তুমি যে আমার'-র বিয়ের পর্বের ঝলক সামনে আসতেই, এই মেগার ভক্তদের আনন্দের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় তারা লিখছেন, 'এই দিনটার অপেক্ষায় ছিলেন তারা'। এদিকে এই পোস্টের কমেন্ট বক্সেও দিতিপ্রিয়াকে তুলোধনা করতে ছাড়েননি নেটিজেনদের অনেকেই।
 
 

Chirodini Tumi Je Amar bengali serial
  • 6/10

 আইবুড়োভাত, গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত অনুষ্ঠান ইত্যাদি সব রীতিনীতি মেনেই হচ্ছে আর্য-অপর্ণার বিয়ে। রিল না রিয়েলের ঘটনা, দেখে বোঝা দায়। 

jeetu shirin photos
  • 7/10

বিয়ের সাজেও আর্য-অপর্ণাকে দেখা গেল সাবেকী লুকে। দু'জনে রং-মিলান্তি করে লাল রঙে সেজেছেন। একেবারে টানটান বিয়ের পর্ব চলছে। তবে শেষমেশ কি হবে, সেটাই এখন দেখার। 

Advertisement
Chirodini Tumi Je Amar zee5
  • 8/10

বেশ কিছু মাস ধরে শিরোনামে 'চিরদিনই তুমি যে আমার'। গল্প, টিআরপি নয়, ধারাবাহিকের নায়ক- নায়িকার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে বারবার আলোচনায় আসে এই ধারাবাহিক। এর আগে সমস্যা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ চলতে থাকে পর্দার সেসময়ের অপর্ণা ও আর্যর।

bengali mega
  • 9/10

 সম্প্রতি ফের সামনে আসে দুই অভিনেতার দ্বন্দ্ব। সমস্যা এতটাই বাড়ে যে, ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে বসতে হয়। এরপর থেকেই স্টুডিওপাড়ায় শোনা যায় নানা কথা। প্রথমে জিতু কমল মেগা ছাড়ার কথা বলেন। 

Chirodini Tumi Je Amar ajker porbo
  • 10/10

তবে তিনি ফিরলেও, শেষমেশ 'চিরদিনই তুমি যে আমার' থেকে বিদায় নেন দিতিপ্রিয়া রায়। এরপর অবশেষে নতুন অপর্ণাকে পাওয়া যায়। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে জিতুর বিপরীতে দেখা যাচ্ছে শিরিন পালকে। 
 

Advertisement