scorecardresearch
 
টেলিভিশন

Bhojpuri Actress Monalisa: খোলামেলা গোলাপি ব্রালেটে 'ঝুমা বৌদি', ইনস্টায় 'আগুন'

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 1/9

ভোজপুরী সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মোনালিসা সর্বদাই চর্চিত। একশোরও বেশি সিনেমা করলেও তাঁর সোশ্যাল মিডিয়ার ছবি আলাদাই আকর্ষণ তৈরি করে তাঁর ভক্তদের মধ্যে। 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 2/9

বিগ বস থেকে শুরু করে নজর সিরিয়ালে মোহনাই হোক অথবা দুপুর ঠাকুরপোতে ঝুমা বৌদি, নতুন করে আর পরিচয়ের দরকার নেই মোনালিসার। 
 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 3/9

মোনালিসা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সর্বদাই তিনি তাঁর ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে দিয়ে থাকেন। এবারেও তাঁর ব্যতিক্রম হল না। একাধিক হট অবতারের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন মোনালিসা। 
 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 4/9

এই ছবিগুলিতে মোনালিসাকে দেখা গিয়েছে গোলাপি রঙের ডিপ নেক ব্রালেট ও ডেনিমে। এই অবতারে অভিনেত্রীকে দারুণ বোল্ড লাগছে। 
 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 5/9

কোনও মেকআপ করেননি অভিনেত্রী। চুল সম্পূর্ণ খোলা। এভাবেই নেট দুনিয়ায় আগুন ধরিয়েছেন তিনি। 
 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 6/9

এই ছবিতে মেকআপ না থাকলেও ছিল অভিনেত্রীর পরিচিত মিষ্টি হাসি তা আবারও ভক্তদের পাগল করে দিয়েছে। 
 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 7/9

মোনালিসার উন্মুক্ত পিঠ থেকে ভক্তদের চোখ সরানো দায়। ভোজপুরী সিনেমা ও হিন্দি সিরিয়ালের পাশাপাশি অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। 
 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা
  • 8/9

এছাড়া নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে।    
 

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
  • 9/9

উল্লেখ্য, কয়েকদিন আগে স্বামী বিক্রান্তের সঙ্গে নিজের বিয়ের ছয়বছর পূর্ণ করলেন অভিনেত্রী। আর সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ায়।