
সব অপেক্ষার অবসান ঘটিয়ে 'বিগ বস' ১৪-এর বিজয়ী হয়েছেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। এই রিয়ালিটি শোয়ের মাধ্যমে অভিনেত্রীর জনপ্রিয়তা যেন আরও অনেক ধাপ বেড়ে গেছে।

সংবাদের শিরোনামে তো বটেই, সকলের মুখে মুখে এখন রুবিনা দিলায়কের নাম। তবে জানেন কেমন ছিল তাঁর অভিনয়ের শুরুর দিকের জার্নি?

স্থানীয় দুটি বিউটি পেজেন্টের বিজয়ী ছিলেন তিনি। এরপর ২০০৬ সালে 'মিস সিমলা' এবং ২০১০ সালে 'মিস নর্থ ইন্ডিয়া পেজেন্ট' জিতেছিলেন অভিনেত্রী।

IAS-পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়ে হঠাৎ চণ্ডীগড়ে অডিশনে যান রুবিনা এবং নির্বাচিতও হন সেখানে।

জি টিভি চ্যানেলের ধারাবাহিক 'ছোটি বহু'- তে ' রাধিকা' চরিত্রে অভিনয় জগতে পা রেখেছিলেন রুবিনা। আর প্রথম কাজেই দর্শকদের মন জিতেছিলেন যথেষ্ট পরিমাণে।

এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অবিনাশ সচদেব। যদিও এর পরেও বিপুল জনপ্রিয়তার কারণে 'ছোটি বহু'-এর সিক্যুয়ালও হয়।

এরপর আকজ করেছিলেন বহু হিন্দি ধারাবাহিকে। ন্যাশনাল টেলিভিশনে তাঁর এই কাজগুলির জন্যে দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন রুবিনা তখন থেকেই।

'সাস বিনা শশুরাল', 'অস্তিত্ব কে এহেসাস কি', 'পুণঃবিবাহ', 'শশুরাল সিমার কা' -সিরিয়ালগুলিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত।

পৌরাণিক ধারাবাহিক 'দেবো কা দেব মহাদেব' -এ সীতা চরিত্রে এবং 'জিনি অউর জুজু'-তে জিনি চরিত্রেও দেখা গেছে রুবিনাকে।

তার মধ্যে 'অস্তিত্ব কে এহেসাস কি' সিরিয়ালে একজন বৃহন্নলা মহিলা 'সৌম্য' চরিত্রে রুবিনা মন জিতেছিলেন সকলের। ধারাবাহিকটি ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল।

'বিগ বস' ১৪ তে বিজয়ী হয়ে ট্রফির সঙ্গে ৩৬ লক্ষ টাকা জিতেছেন রুবিনা দিলায়ক।
(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম ও ফেসবুক)