Advertisement
মনোরঞ্জন

নীল-তৃণার আইবুড়ো ভাত! আয়োজনে আরেক জুটি, অঙ্কুশ- ঐন্দ্রিলা

  • 1/6

 আগামী ৪ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহার।

  • 2/6

কাউন্ট ডাউন একেবারে শুরু হয়ে গেছে। তাই কাজের ব্যস্ততার মধ্যেই চলছে তাঁদের আইবুড়ো ভাত খাওয়া। 'ব্রাইড' এবং 'গ্রুম' টু বি-এর ছখে মুখে ইতিমধ্যে সেই খুশি।
 

  • 3/6

টলি পাড়ার 'মোস্ট চার্মিং' কাপলকে আইবুড়ো ভাত খাওয়ালেন আরও এক জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও  ঐন্দ্রিলা সেন। এর আগেও বিভিন্ন পার্টিতে একসঙ্গে ছবি দেখা গেছে তাঁদের।

 

Advertisement
  • 4/6

এর আগেও তৃণা শেয়ার করেছিলেন তাঁর আইবুড়ো ভাত খাওয়ার অন্য ছবি। নীল শাড়ির সঙ্গে কনট্রাস্টে গোলাপী রঙা ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। কাঁসার থালা-বাটি- গ্লাসে ভাত, ভিন্ন রকমের ভাজা, ডাল, পনির, মাছ, চাঁটনি, পায়েস, মিষ্টি সবই ছিল আইবুড়ো ভাতের মেনুতে। 
 

  • 5/6

 'কৃষ্ণকলি'-র সেটেই আয়োজন করা হয়েছিল নিখিল ওরফে নীলের আইবুড়ো ভাতের। শটের ফাঁকেই হাজির শ্যামা, কৃষ্ণা, মাম, অনুরাধা সহ টিম 'কৃষ্ণকলি'। সাবেকী ভাবে শঙ্খ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে এবং কাঁসা থালা, বাটি, গ্লাসেই সাজিয়ে দেওয়া হয়েছিল পঞ্চ ব্যঞ্জন। 

  • 6/6

নতুন বছরের শুরুতে গত ৯ জানুয়ারি একবারে সিনেমাটিক স্টাইলে হয়েছে নীল-তৃণার সঙ্গীত ও বাগদান অনুষ্ঠান। (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)
 

Advertisement