Advertisement
মনোরঞ্জন

Dadagiri Unlimited: ধমাকা, চমক দিয়ে শুরু হবে সৌরভের 'দাদাগিরি'! রইল আগাম ঝলক

  • 1/13

অতিমারীর জন্য সারা বিশ্বের মানুষের উপর প্রভাব পড়েছে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও এগিয়েছে সময়, এগিয়েছে জীবন। দীর্ঘদিনের ছন্দপতনের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা বিনোদন জগৎ। আসছে জনপ্রিয় গেম শো 'দাদাগিরি আনলিমিটেড' (Dadagiri Unlimited) সিজন ৯। 

  • 2/13

'দাদাগিরি'-র আগের সাতটি সিজনের মতো এবারও সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
 

 

  • 3/13

 'দাদাগিরি আনলিমিটেড' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শকেরা বিপুল ভাবে এটি উপভোগ করেন।
 

Advertisement
  • 4/13

শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -রেটিং চার্টেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা।

  • 5/13

সারা বাংলা জুড়ে দেখা যায় কিংবা শোনা যায়, গর্ব করার মতো অসংখ্য ঘটনা, যা ক্রমাগত গেয়ে চেলেছে মানুষের জয়গান। 

  • 6/13

এবারের 'দাদাগিরি' -র মঞ্চে উদযাপিত হবে এই সমস্ত কিছু। মানুষ যে মানুষের জন্য... সারা বাংলা জুড়ে এগিয়ে এসেছে এরকম কত বন্ধুত্বের হাত। এবারের 'দাদাগিরি' -র মঞ্চ তাঁদেরই অপেক্ষায়। 

  • 7/13

সেই জন্যেই 'দাদাগিরি' সিজন ৯-র মূলমন্ত্র -"হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।" 

Advertisement
  • 8/13

আগামী ২৫ সেপ্টেম্বর 'দাদাগিরি' সিজন ৯-র গ্র্যান্ড ওপেনিং। প্রথম পর্বেই থাকছে নানা চমক। 

  • 9/13

এই শো -তে সাধারণ মানুষ ছাড়াও মাঝে মধ্যে আসেন বিশেষ অতিথি ও তারকারা। শোনা যাচ্ছে এই সিজনেও থাকবেন অনেকজন অতিথি প্রতিযোগী। 

  • 10/13

সঞ্চালক হিসাবে সৌরভ একেবারে ছক্কা হাকিয়েছেন বহুদিন আগেই। প্রতিযোগীদের সঙ্গে তাঁর মজার কথোপকথন, আড্ডা, তাঁদের পিছনে লাগা এই শো-কে এক অন্য পর্যায় নিয়ে যায়। 

  • 11/13

বাঙালি দর্শকরাও বারবার সাক্ষী থাকেন, তাঁদের ঘরের ছেলে সৌরভের খোশ মেজাজের। এই সপ্তাহান্তে অন্যান্য মজার পাশাপাশি প্রতিযোগী হিসাবে উপস্থিত থাকবেন লকডাউনের সময় ভাইরাল হওয়া পুরোহিত সুনীল চক্রবর্তী। 

 

 

Advertisement
  • 12/13

প্রোমোতে দেখা যাচ্ছে, সৌরভ তাঁকে জিজ্ঞেস করেছেন,"পুরুতমশাই করোনা যাবে কি..?"

উত্তরে তিনি বললেন, "আমি করোনাকে বলেছি, করোনা তুমি আমায় ধরো না। করোনা কি আর ধরতে পারে?" এই কথা শুনে বিস্মিত মহারাজ নিজেই। হাসির রোল উঠল শ্যুটিং ফ্লোরে। 

  • 13/13

'দাদাগিরি'-র শেষ সিজন অর্থাৎ সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩ অগাস্ট। এরপর ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের জন্য তা স্থগিত হয়। ফের অগাস্ট মাসে পুরনায় ফ্লোরে ফিরে ১৩ সেপ্টেম্বর হয়েছিল গ্যান্ড ফিনালে। শেষ সিজনে বিজয়ী জেলা ছিল দার্জিলিং।  আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রাত ৯.৩০ মিনিটে জি বাংলায় প্রত্যেক শনি ও রবিবার দেখা যাবে 'দাদাগিরি আনলিমিটেড'। 

Advertisement