scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Kacha Badam on Dadagiri: এবার 'দাদাগিরি'-তে 'কাঁচা বাদাম'! সৌরভের হাত থেকে ট্রফি নিলেন ভুবন বাদ্যকার

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 1/12

'দাদাগিরি আনলিমিটেড' সিজন ৯ শুরুর পর থেকে প্রায় প্রতি পর্বেই থাকছে নানা চমক। একদিকে যেমন হাজির থাকছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সেরকম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা। তাঁরা শেয়ার করছেন তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা। সকলেই সাক্ষী থাকছেন, তাঁদের নানাবিধ গুণের। 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 2/12

'দাদাগিরি'-র আগের সাতটি সিজনের মতো এবারও সঞ্চালনা করেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝে মহারাজের শারীরিক অসুস্থতার জেরে কিছুদিন বন্ধ ছিল শ্যুটিং। তবে সুস্থ হয়েই তিনি 'ব্যাক অন অ্যাকশন'। প্রতি সপ্তাহান্তের তাঁর শো -তে হাজির থাকছেন তারকরা। এবার 'দাদাগিরি'-র মঞ্চে হাজির থাকবেন পৃথিবীখ্যাত ভুবন বাদ্যকার ওরফে সকলের প্রিয় 'বাদাম কাকু'। 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 3/12

"বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...." বর্তমানে 'কাঁচা বাদাম' জ্বরে কাবু নেটপাড়া। বীরভূমের 'বাদামকাকু'-র গানে বুঁদ টলি থেকে টেলিপাড়াও। এমনকী এই গান ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। নয়া ট্রেন্ড থেকে বাদ যাচ্ছেন না প্রায় কেউই। 
 

Advertisement
Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 4/12

সুপার ভাইরাল গান 'কাঁচা বাদাম'-র ইন্সটা রিলস তৈরি হচ্ছে। যার বেশিরভাগটাই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। সেই 'বাদামকাকু' এবার 'ভুবন খ্যাত' আরেক মানুষ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে। 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 5/12

তিনি মঞ্চে হাজির হবেন, আর সেই বিখ্যাত গান শুনতে পাবেন না তাই কখনও হয়? ছোট পর্দার দর্শকদের জন্যও তিনি উপহার স্বরূপ শোনাবেন তাঁর সেই গান। উপভোগ করবেন খোদ মহারাজও। 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 6/12

শুধু তাই ভুবনের থেকে কাঁচা বাদামও খাবেন সৌরভ। সেই সঙ্গে শুনবেন, তাঁর জীবনের খুঁটিনাটি। কীভাবে এতটা জনপ্রিয় হল তাঁর গান। শোনা যাবে ভুবনের জীবনের কাহিনিও। 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 7/12

শোনা যাচ্ছে, ভুবন বাদ্যকারকে তাঁর চেনা পরিসর, যেমন বাদাম, গান ইত্যাদি নিয়েই বেশি প্রশ্ন করা হয়েছে। যার জবাবও তিনি দিব্যি দিয়েছেন একটুও না ঘাবড়ে। দাদার হাত থেকে পেয়েছেন 'দাদাগিরি'-র ট্রফিও। 
 

Advertisement
Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 8/12

সকলের প্রিয়  'বাদামকাকু' - ভুবন বাদ্যকর আসলে পেশায় বাদাম বিক্রেতা। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি।  স্ত্রী, দুই ছেলে, বউমা ও মেয়েকে নিয়ে বসবাস। 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 9/12

ভাইরাল হয়ে ভুবনবাবু বেশ উচ্ছ্বাসিত হয়ে এর আগে আজতক বাংলাকে বলেন, "মোবাইলে আমার গান দেখছে সবাই। দেখা হলেই সবাই এসে প্রশংসা করে যাচ্ছে। ভালই লাগছে। গানটি আমিই লিখেছি। আমারই তৈরি। আমারই সুর, আমারই গলা। বাদাম বিক্রি করতেই এই গান তৈরি করেছি। এই গানের জন্য বহু মানুষই বাদাম কিনতে আসছেন। কেউ ৫ টাকার টাকার বাদাম কিনছেন, কেউ ১০ টাকার। বিক্রিবাটা ভালই চলছে।" 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 10/12

'দাদাগিরি'-র এই বিশেষ পর্বে হাজির থাকবেন, আরও বিভিন্ন ক্ষেত্রেও তারকারা। যারাও দাদার সামনে তুলে ধরবেন নিজেদের জীবনের কাহিনি। 
 

Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 11/12

এদিনের পর্বে প্রতিযোগী হয়ে আসবেন আরও একজন জনপ্রিয় মানুষ। থাকবেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। নির্বাচনের আগে জনপ্রিয় হয়ে ওঠা 'খেলা হবে' গান যে তাঁর লেখা, একথা বোধ হয় সকলেরই জানা। 
 

Advertisement
Kacha Badam Singer Bhuban Badyakar on Dadagiri with Sourav Ganguly - দাদাগিরি কাঁচা বাদাম
  • 12/12

'দাদাগিরি' সিজন ৯-র মূলমন্ত্র -"হাত বাড়ালেই বন্ধু হওয়া যায়।"  মানুষ যে মানুষের জন্য... সারা বাংলা জুড়ে এগিয়ে এসেছে এরকম কত বন্ধুত্বের হাত। এবারের 'দাদাগিরি' -র মঞ্চ তাঁদেরই অপেক্ষায়। বলাই বাহুল্য একেবারে জমজমাট হবে এই বিশেষ পর্ব, যেটি সম্প্রচার হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, শনিবার রাত ৯.৩০।  


 

Advertisement