Advertisement
মনোরঞ্জন

Dance Bangla Dance Grand Finale: মিঠুনের সঙ্গে জমাট নাচ দেবশ্রীর, DBD-র গ্র্যান্ড ফিনালেতে আর কী কী থাকছে?

  • 1/10

চলছে 'ডান্স বাংলা ডান্স'-র সিজন ১৩।  নাচের এই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীরা এবার রীতিমতো তাক লাগিয়েছেন সকলকে। চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। 

  • 2/10

প্রায় প্রত্যেক সপ্তাহান্তেই 'ডিবিডি'-এর মঞ্চে যেন বসে চাঁদের হাট। একই মঞ্চে হাজির থাকতেন তাবড় তারকা। এবার একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে এই শো। শ্যুটিং অনেক আগে হয়ে গেলেও, এই সপ্তাহান্তেই সম্প্রচার হবে গ্র্যান্ড ফিনালে।
 

  • 3/10

সেরা ৬ ফাইনালিস্টকে নিয়ে হবে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতা। এই সিজনে ফাইনালিস্ট হলেন - কৃত্তিকা মুখোপাধ্যায়, ত্রপোমানা দত্ত, পূজা হালদার, আদিত্য কর্মকার, ঋদ্ধি সরকার, ঋজু - রাজু।। 

Advertisement
  • 4/10

শুধু প্রতিযোগিতা পারফর্ম করবেন তা না, এদিন জমজমাট পারফরম্যান্সে মঞ্চ মাতাবেন, মহাগুরু, বিচারক, সঞ্চালক থেকে শুরু করে অতিথি বিচারকরাও।

  • 5/10

'ডিবিডি'-র ফিনালেতে বড় চমক দেবেন দেবশ্রী রায়, টোটা রায়চৌধুরী ও সৌরসেনী মৈত্র। মিঠুনের সঙ্গে জমিয়ে নাচবেন দেবশ্রী। সেই সঙ্গে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কাড়বেন টোটা।
 

  • 6/10

'ডান্স বাংলা ডান্স'-র এই সিজনে বিচারকের আসনে বসেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।
 

  • 7/10

 ডিবিডি'-তে মহাগুরু আসনে ফিরেছিলেন মিঠুন চক্রবর্তী। এবারে শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। 
 

Advertisement
  • 8/10

'ডান্স বাংলা ডান্স'-র সিজন ১৩ পছন্দ করেছে দর্শক। সেই প্রমাণ মিলেছে প্রতি সপ্তাহের টিআরপি থেকে। নন-ফিকশন শোয়ের মধ্যে বেশ কয়েক সপ্তাহে সেরার সেরা হয়েছে 'ডিবিডি'।
 

  • 9/10

আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৮.৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে, গ্র্যান্ড ফিনালের জমজমাট পর্ব। (সব ছবি: সংগৃহীত)
 

  • 10/10

৬ জন ফাইনালিস্টের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে শিল্পী সকলের মন জয় করবেন, তাঁর মাথায়ই উঠবে 'ডান্স বাংলা ডান্স' সিজন ১৩ বিজয়ীর মুকুট। 
 

Advertisement