Advertisement
মনোরঞ্জন

Dance Bangla Dance Grand Finale: মিঠুনের সঙ্গে জমাট নাচ দেবশ্রীর, DBD-র গ্র্যান্ড ফিনালেতে আর কী কী থাকছে?

Dance Bangla Dance
  • 1/10

চলছে 'ডান্স বাংলা ডান্স'-র সিজন ১৩।  নাচের এই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীরা এবার রীতিমতো তাক লাগিয়েছেন সকলকে। চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। 

Dance Bangla Dance
  • 2/10

প্রায় প্রত্যেক সপ্তাহান্তেই 'ডিবিডি'-এর মঞ্চে যেন বসে চাঁদের হাট। একই মঞ্চে হাজির থাকতেন তাবড় তারকা। এবার একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে এই শো। শ্যুটিং অনেক আগে হয়ে গেলেও, এই সপ্তাহান্তেই সম্প্রচার হবে গ্র্যান্ড ফিনালে।
 

Dance Bangla Dance
  • 3/10

সেরা ৬ ফাইনালিস্টকে নিয়ে হবে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতা। এই সিজনে ফাইনালিস্ট হলেন - কৃত্তিকা মুখোপাধ্যায়, ত্রপোমানা দত্ত, পূজা হালদার, আদিত্য কর্মকার, ঋদ্ধি সরকার, ঋজু - রাজু।। 

Advertisement
Dance Bangla Dance
  • 4/10

শুধু প্রতিযোগিতা পারফর্ম করবেন তা না, এদিন জমজমাট পারফরম্যান্সে মঞ্চ মাতাবেন, মহাগুরু, বিচারক, সঞ্চালক থেকে শুরু করে অতিথি বিচারকরাও।

Dance Bangla Dance
  • 5/10

'ডিবিডি'-র ফিনালেতে বড় চমক দেবেন দেবশ্রী রায়, টোটা রায়চৌধুরী ও সৌরসেনী মৈত্র। মিঠুনের সঙ্গে জমিয়ে নাচবেন দেবশ্রী। সেই সঙ্গে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কাড়বেন টোটা।
 

Dance Bangla Dance
  • 6/10

'ডান্স বাংলা ডান্স'-র এই সিজনে বিচারকের আসনে বসেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়।
 

Dance Bangla Dance
  • 7/10

 ডিবিডি'-তে মহাগুরু আসনে ফিরেছিলেন মিঠুন চক্রবর্তী। এবারে শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। 
 

Advertisement
Dance Bangla Dance
  • 8/10

'ডান্স বাংলা ডান্স'-র সিজন ১৩ পছন্দ করেছে দর্শক। সেই প্রমাণ মিলেছে প্রতি সপ্তাহের টিআরপি থেকে। নন-ফিকশন শোয়ের মধ্যে বেশ কয়েক সপ্তাহে সেরার সেরা হয়েছে 'ডিবিডি'।
 

Dance Bangla Dance
  • 9/10

আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৮.৩০ মিনিট থেকে সম্প্রচারিত হবে, গ্র্যান্ড ফিনালের জমজমাট পর্ব। (সব ছবি: সংগৃহীত)
 

Dance Bangla Dance
  • 10/10

৬ জন ফাইনালিস্টের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে শিল্পী সকলের মন জয় করবেন, তাঁর মাথায়ই উঠবে 'ডান্স বাংলা ডান্স' সিজন ১৩ বিজয়ীর মুকুট। 
 

Advertisement