scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Dance Bangla Dance Sharodiya Episode: নাচের মঞ্চে জমজমাট শারদীয়ার বিশেষ পর্ব! ঢাকের তালে শারদ সেলিব্রেশন

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 1/15

গত মে মাস থেকে শুরু হয়েছে জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance) সিজন ১১। এই সিজনে এই শোয়ের থিম, 'নাচলেই হবে মুশকিল আসান'। 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 2/15

করোনা অতিমারীর কঠিন পরিস্থিতিতে যখন সকলের মন ভারাক্রান্ত, তখন এই শো কিছুটা 'রিলিফ' দেবে সকলকে, এমনটাই মনে করা হয়েছিল। আর সেই ভাবনা সত্যি হয়েছে দর্শকদের। 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 3/15

 প্রায় প্রতি সপ্তাহেই প্রতিযোগীদের জমজমাট পারফরম্যান্সে বিচারক, গুরু থেকে দর্শকেরা সকলেই চমকে যাচ্ছেন। সেই সঙ্গে হাজির থাকছেন একাধিক অতিথি বিচারক। বাদ যাবে না আগামী পর্বও। 'ডিবিডি' (DBD) -তে থাকছে অনেক চমক। 

Advertisement
Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 4/15

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর (Durga Puja) আমেজে ইতিমধ্যে সকলে গা ভাসিয়েছেন। পুজোর আবহ দেখা যাচ্ছে ছোট পর্দাতেও। 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 5/15

এই সপ্তাহে  'ডান্স বাংলা ডান্স' -এ হাজির থাকবেন দুই টলি ক্যুইন - তনুশ্রী চক্রবর্তী ও  ঋতাভরী চক্রবর্তী। প্রতিযোগীরা পাবেন দুই নায়িকার থেকে বিশেষ টিপস। 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 6/15

বলা চলে একেবারে চাঁদের হাঁট হয়ে উঠবে এই সপ্তাহের 'ডিবিডি' -এর মঞ্চ। শুভশ্রী, জিৎ, তনুশ্রী, ঋতাভরী, অঙ্কুশ ও বিক্রম একই মঞ্চে সকলের মন জয় করবেন। 
 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 7/15

ঢাকের তালে হবে সেলিব্রেশন। সঙ্গে অঙ্কুশ - ঋতাভরীর জমজমাট নাচে মেতে উঠবেন সকলে। 

Advertisement
Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 8/15

এবারের সিজনে বয়সের কোনও মাপকাঠি নেই প্রতিযোগীদের জন্য। কারণ চ্যানেল মনে করছে, 'খুব ভাল' হতে গেলে 'খুব ছোট' কিংবা 'খুব বড়' হতে হয় না।

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 9/15

এই সিজনে বিচারকের আসনে বসেছেন বলিউড সুপারস্টার গোবিন্দা, টলিউডের গ্ল্যামার ক্যুইন শুভশ্রী গাঙ্গুলী ও সুপারস্টার জিৎ। 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 10/15

সেই সঙ্গে গুরুর আসনে র‍য়েছেন বাংলার চার অভিনেতা তথা নৃত্যশিল্পী- ওম সাহানী, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলি বিশ্বাস। 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 11/15

আগের সব সিজনের মতো 'ডান্স বাংলা ডান্স' -এর এই সিজনও যথেষ্ট জনপ্রিয়। আর সেই প্রমাণ মিলছে প্রতি সপ্তাহের রেটিং চার্টে। 
 

Advertisement
Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 12/15

আগে প্রতি শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে সম্প্রচারিত হত এই নাচের শো। 
 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 13/15

গত ২৫ সেপ্টেম্বর থেকে রাত ৯.৩০ মিনিটে জি বাংলায় প্রত্যেক শনি ও রবিবার সম্প্রচার হয় 'দাদাগিরি'। 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 14/15

২৬ সেপ্টেম্বর থেকে প্রতি রবিবার রাত সাড়ে ৮ টায় দেখা যাচ্ছে 'ডান্স বাংলা ডান্স'।
 

Dance Bangla Dance Sharodiya Episode- ডান্স বাংলা ডান্স শারদীয়া
 • 15/15

শারদীয়ার জমজমাট ডান্স ধামাকার এই বিশেষ পর্ব দর্শকরা দেখতে পারবেন, রবিবার (১১ অক্টোবর) রাত ৮.৩০ মিনিটে। 

Advertisement