scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Didi No 1 Episode: "ঘুড়ি উড়লেও, লাটাই আমার হাতে" বললেন মদন পত্নী! 'দিদি নম্বর ১' -র মঞ্চ মাতালেন বাবুল-মদনরা

Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 1/9

জি বাংলার রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১' বাংলার প্রত্যেক ঘরে ঘরে সকলের প্রিয়। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ের সিজন ৮ চলছে এখন। অন্যান্য সিজনের মতোই এবারও হিট শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি।  
 

Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 2/9

প্রায়শই 'দিদি নম্বর ১' -এ থাকে নানা রকম চমক। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন পর্বে তারকারা এসে নজর কাড়েন সকলের। তবে এবার গেম শো মাতাবেন ৪ তারকা ও তাঁদের স্ত্রী। 
 

Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 3/9

বিশেষ পর্বে হাজির থাকবেন সস্ত্রীক রাঘব চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, মদন মিত্র, শিবাজি চট্টোপাধ্যায় এবং অরুন্ধতি হোম চৌধুরী। 'দিদি নম্বর ১' -এ চলছে পিকনিক স্পেশাল পর্ব। উৎসবের আমেজে এবার গা ভাসাবেন বিভিন্ন মহলের এই তারকারা। 

Advertisement
Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 4/9

রাজনীতির 'কালারফুল' ব্যক্তি বলা হয় মদন মিত্রকে। তবে স্ত্রীয়ের সঙ্গে তাঁকে কোথাও দেখা যায় না বললেই চলে। এই প্রথম এরকম কোনও শো -তে হাজির 'মিত্র দম্পতি'। 

Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 5/9

বাবুল সুপ্রিয় মজা করে বললেন, "এই প্রথম পাশে সুন্দরী মেয়ে (রচনা) থাকা সত্ত্বেও মদন দা-র সামনে বৌদি"। এই কথা শুনে মদন পত্নীর উত্তর, "ঘুড়ি উড়ুক না, লাটাই তো আমার হাতে"। উত্তরে বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বললেন' ওহ লাভলী'! 

Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 6/9

নাচে -গানে- আড্ডায় জমজমাট হবে এই পর্ব, তা আর বলতে বাকি রাখে না। শ্যুটিংয়ের ফাঁকে নিজের পেজ থেকে লাইভ এসেছিলেন মদন মিত্র। সেখানেই প্রমাণ মিলল সমস্ত মজার। 

 

Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 7/9

এছাড়াও বিশেষ পর্বে গানের রাউন্ডে উপস্থিত থাকবেন নচিকেতা চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে গলা মেলাবেন বাকিরা। 

Advertisement
Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 8/9

বিশেষ এই পর্ব জি বাংলায় সম্প্রচারিত হবে আগামী ২১ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৫ টার সময়।  

Didi No 1 Epiosde madan mitra babul supriyo - দিদি নম্বর ১
  • 9/9

ছবি সৌজন্য: ফেসবুক

Advertisement