যে কোনও উৎসব মানেই ফিকশন থেকে নন-ফিকশন শো, সবেতেই দেখা যায় বিশেষ পর্ব। চলছে উৎসবের মরসুম। আর'দিদি নম্বর ১'-র মঞ্চে দুর্গা পুজোর উদযাপন হবে না, তা কখনও হয়?
বাঙালির বারো মাসে তের পার্বণ। তবে তার মধ্যে দুর্গা পুজোকে শ্রেষ্ঠ উৎসব বলে মনে করা হয়। 'দিদি নম্বর ১' -র মঞ্চে পুজো উপলক্ষে একাধিক তারকা নিয়ে হাজির হবেন রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রায়শই 'দিদি নম্বর ১' এ থাকে নানা রকম চমক। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন পর্বে তারকারা এসে নজর কাড়েন সকলের। এবার উদযাপন একদিনের নয়। ১ থেকে ৪ অক্টোবর (বিকাল ৪ টে থেকে), পর্যন্ত চলবে সেলিব্রেশন। হাজির থাকবেন বিভিন্ন তারকারা।
দুর্গা পুজো মানেই আলো- সাজসজ্জা। 'দিদি নম্বর ১'-র মঞ্চেও খামতি থাকবে না কোনও কিছুর। সুন্দর করে সেজে উঠবে সেট। সেই সঙ্গে প্রতিযোগীদের জন্য থাকবে মজার খেলা।
একটি পর্বে হাজির থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, ইমন চক্রবর্তীর মতো শিল্পীরা। পঞ্চমীতে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি 'বৌদি ক্যান্টিন'। এছবিতে শাশুড়ি- বৌমার চরিত্রে অভিনয় করেছেন, অনুসূয়া -শুভশ্রী। ছবির প্রচারে 'দিদি নম্বর ১'-এ হাজির থাকবেন তাঁরা।
একই দিনে মুক্তি পেয়েছে আরও একটি ছবি। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'মিশন এভারেস্ট'-এ পর্বতারোহী সুনীতা হাজরার চরিত্রে অভিনয় করছেন চন্দ্রেয়ী ঘোষ। ছবির প্রচারে, তিনিও হাজির থাকবেন 'দিদি নম্বর ১'-র একটি পর্বে।