২০২১ সালের শেষেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। ২০২২ সালেও আসছে বেশ কয়েকটি সিরিয়াল। সে তালিকায় যোগ হল 'গৌরি এলো'-র নাম।
জি বাংলায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। সদ্য সম্প্রচারিত প্রোমো থেকে জানা যাচ্ছে, পারিবারিক এবং সম্পর্কের গল্প বলবে এই মেগা। মুখ্য চরিত্রে রয়েছেন 'দুর্গা দুর্গেশ্বরী' খ্যাত বিশ্বরূপ চট্টোপাধ্যায় এবং নবাগতা মোহনা মাইতি। ইতিমধ্যেই বীরভূমে শুরু হয়েছে শ্যুটিং। আউটডোর পর্ব মিটলেই, শুরু হবে স্টুডিওর শ্যুট।
স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় 'ক্রেজি আইডিয়াস মিডিয়াজ' -এর প্রযোজনায় আসছে এই মেগা। স্বর্ণেন্দুর পরিচালিত 'আমাদের এই পথ যদি না শেষ হয়' যথেষ্ট পছন্দ করেন দর্শকেরা। তবে নতুন ধারাবাহিক পরিচালনার পাশাপাশি, প্রযোজনায় তাঁর হাতেখড়ি হচ্ছে।
শুক্রবার, স্বর্ণেন্দু সমাদ্দারের গার্লফ্রেন্ড তথা অভিনেত্রী শ্রুতি দাস একটি আবেগঘন পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছিলেন। অভিনেত্রী লেখেন, "যে সাত মাস তোমার কাজ ছিল না,টাকার জন্য দিনের পর দিন অপদস্থ হয়েছিলে, খুব কষ্ট থেকে বলেছিলাম আমি অপয়া,তাই তোমার জীবনে এই প্রথম কোথাও পরিচালনায় তোমার নাম যাচ্ছে না। তুমি বলেছিলে তুমি অপয়া না,এভাবেই পাশে থাকো,খুব তাড়াতাড়ি প্রযোজনায় আমার নাম দেখতে পাবে। আজ নাকি প্রমিস ডে? তোমার প্রমিস তুমি রেখেছো,রাখো,রাখবে.....পরের কাজের জন্য শুভেচ্ছা স্বর্ণেন্দু"
এর আগে 'ডান্স বাংলা ডান্স'-এর ফাইনালিস্ট মেগা দাঁ ডেবিউ করেছেন 'পিলু' ধারাবাহিকে। এবার এই ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করবেন 'ডিবিডি'-র প্রতিযোগী মোহনা। ফিনালে অবধি মোহনা ও তাঁর টিম না পৌঁছালেও, জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছে সে।
শুধু দর্শকেরা না, মোহনার নাচ পছন্দ করতেন বিচারক -সঞ্চালক সকলেই। তাই প্রোমোতে তাঁকে দেখার পর থেকেই ছোট পর্দার দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে নিঃসন্দেহে।
মোহনা, বিশ্বরূপ ছাড়াও এই মেগাতে অভিনয় করছেন টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ। ভাস্বর চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেন (ঋ), চান্দ্রেয়ী ঘোষ, দ্বৈপায়ন দাস, সুমন্ত মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, বোধিসত্ত্ব মজুমদার সহ আরও অনেকে। এই প্রথমবার জুটিতে অভিনয় করবেন ভাস্বর ও ঋতুপর্ণা। জানা যাচ্ছে এই ধারাবাহিকে ভাস্বর সহ আরও বেশ কয়েকজনের চরিত্রে রয়েছে নেগেটিভ শেডস।
প্রোমো দেখে মনে হচ্ছে এখানেও থাকবে 'ত্রিনয়নী' -র মতো বিশেষ অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক মেয়ের গল্প। ঘোমটা কালীর পুজোর দিন, মায়ের ডাকে সে হাজির হবে প্রভাবশালী বাড়ির মন্দিরে। বাঁধা পেরিয়েও পৌঁছে যাবে মা কালীর মন্দির দুয়ারে। পেশায় চিকিৎসক ও কাঠখোট্টা বিশ্বরূপের সঙ্গে দেখা হতেই মায়ের ঘোমটা খুলে যাওয়ায়, বিস্মিত সকলে...