২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল 'জগদ্ধাত্রী'-র নাম। জি বাংলায় আসছে এই নতুন মেগা।
ধারাবাহিকে জুটি বেঁধেছেন নবাগতা অঙ্কিতা মল্লিক ও টেলি অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা এবং স্বয়ম্ভুর চরিত্রে রয়েছেন সৌম্যদীপ।
ব্লুজ প্রোডাকশনসের ব্যানারে আসছে 'জগদ্ধাত্রী'। ধারাবাহিক পরিচালনার দায়িত্বভার সামলাবেন স্নেহাসিস চক্রবর্তী। আগামী ২৯ অগাস্ট থেকে সন্ধ্যা ৭ টার সময় সম্প্রচারিত হবে এই মেগা। আগে এই স্লটে দেখা যেত 'উমা'। নীল ভট্টাচার্য ও শিঞ্জিনী চক্রবর্তীর ধারাবাহিক শেষ হয়ে সেই স্থানেই আসছে অঙ্কিতা -সৌম্যদীপের মেগা।
ধারাবাহিকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সোমা দে, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, সঞ্চারী দাস, সহমিতা আচার্য, সোমাদ্রী চাকী, রোশনি ঘোষ, শোভন ভূনিয়া, তন্ময় আচার্য, রূপসা চক্রবর্তী সহ অন্যান্যরা।
জগদ্ধাত্রী একজন সাদাসিধে মেয়ে। সৎ মা, সৎ বোন ও ঠাকুমাকে নিয়ে তার সংসার। সংসারে একেবারেই কোনঠাসা সে। সংসারের যাবতীয় কাজ করেও, সৎ মায়ের মুখ ঝামটা শুনতে হয়। একাকীত্ববোধ রয়েছে জগদ্ধাত্রীর। সেভাবে কেউই ভালোবাসে না। একমাত্র ঠাকুমাই আগলে রাখে তাকে। সংসারের সব কাজ সামলে, মুখ ও বধির মেয়েদের একটি এনজিওতে কাজ করে জগদ্ধাত্রী।
তবে ঠাকুমা ছাড়া আর একজন মানুষ আছে, যে জগদ্ধাত্রীকে ভালোবাসে। স্বয়ম্ভু! এই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর বেস্ট ফ্রেন্ড।
একদিন এনজিওর মেয়েদের মেলা দেখাতে নিয়ে যাওয়া হয়। আর সেখানে ঘটে বিপত্তি। একদল গুন্ডা খপ্পরে পড়ে তারা। সেখানে উপস্থিত থাকে গুন্ডাদের পান্ডা বাপ্পানও। পুলিশের কাছে খবর যায়, কিন্তু ঘটনাস্থালে তারা পৌঁছনোর আগেই শুরু হয় বোমাবাজি। ভয়ে কুঁকড়ে যায় সকলে।
আর ঠিক সেই সময় এক নতুন ভূমিকায় দেখা যায় জগদ্ধাত্রীকে। গুন্ডাদের হাত থেকে মেয়েদের সে বাঁচায়। জানা যায়, জগদ্ধাত্রী নেহাতই একজন সাধাসিধে মেয়ে নয়, তিনি সেক্রেটিভ ইন্টেলিজেন্সের স্পেশাল অফিসার ইন কমান্ড জগদ্ধাত্রী সান্যাল,যাঁর কোড নাম জ্যাজ। এই পরিচয় লুকিয়ে একজন সাধাসিধে মেয়ে হয়ে জীবনযাপন করে জগদ্ধাত্রী।