Advertisement
মনোরঞ্জন

Tithi Bose: 'ঝিলিক'-কে মনে আছে? বডি শেমিংয়ের শিকার হয়ে অভিনেত্রীর রূপান্তর দেখলে চমকে যাবেন!

  • 1/10

'মা (Maa) তোমায় ছাড়া ঘুম আসে না' ধারাবাহিকের এতটাই জনপ্রিয়তা হয়েছিল যে, ২০০৯ থেকে ২০১৪ অবধি প্রায় ৫ বছর চলেছিল এই মেগা। আর 'মা' -র নাম শুনলেই যার কথা মনে পড়ে সে হল ঝিলিক (Jhilik)। 
 

  • 2/10

সেই সময় থেকে আজ অবধি দর্শকদের মনের একেবারে কাছেই রয়েছেন ঝিলিক ওরফে অভিনেত্রী তিথি বসু (Tithi Bose)। শিশু শিল্পী হিসাবেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। 
 

  • 3/10

তবে বর্তমানে সেই ছোট্ট ঝিলিক অনেকটাই পাল্টে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় তিনি। বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে। আর সেই ছবিগুলি দেখলে এক নজরে তাঁকে চেনা দায়।

Advertisement
  • 4/10

প্রায়ই 'হট' অবতারে ধরা দেন তিথি। খুব একটা অভিনয় করতে তাঁকে দেখা না গেলেও, ফ্যানদের সংখ্যা নেহাত কম নয়। 

  • 5/10

সম্প্রতি দুটি ছবি শেয়ার করেছেন তিথি। যেখানে জানিয়েছেন কতটা বডি শেমিংয়ের (Body Shaming) স্বীকার হতে হয়েছে তাঁকে। বারবার কটাক্ষের পর একেবারে নয়া রূপে সকলের সামনে হাজির অভিনেত্রী। 

  • 6/10

জিমেই সম্পূর্ণ রূপান্তর হওয়া একটি সেলফি শেয়ার করে তিনি লিখেছেন, "এই জার্নিটা একেবারেই সহজ ছিল না, তবে ফলপ্রসূ ছিল। আমায় নিয়ে অনেকে উপহাস করেছে, বডি শেমিং করেছে, তবে এই সবকিছু আমায় আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করেছে।" 

  • 7/10

তিনি আরও লেখেন, "সকলেই জানেন আমি খেতে কতটা পছন্দ করি। যখনই একটু বেশি খাই, চিন্তা হয় ওজন বেড়ে যাওয়ার। তবে যা আমরা ভালোবাসি তা কখনও ছেড়ে দেওয়া উচিত না। তাই যখনই বেশি খাই, তখন আরও বেশি শরীরচর্চা করি। এখন শুধু খাওয়া না, রোজ শরীরচর্চা করাও আমার নেশা হয়ে গেছে।" 
 

Advertisement
  • 8/10

তিথি লেখেন, "যেমন বলা হয়,গন্তব্যের থেকেও যাত্রা অনেক বেশি ভাল। এখনও সেই জার্নির অংশ রয়েছি আমি। বেস্টটা হওয়া বাকি আছে..." 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

  • 9/10

ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিথি বসু। নিজেদের সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা করেননি তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও প্রায়শই দেখা যায় দু'জনের আদরমাখা  ছবি। 

  • 10/10

বিজ্ঞাপন, মডেলিং ছাড়া আরও বেশ কয়েকটি কাজ করলেও, 'ঝিলিক' রূপেই তাঁকে এখনও ভালোবাসেন বাংলা ছোট পর্দার দর্শকেরা। (সমস্ত ছবি সৌজন্য: ফেসবুক) 

Advertisement