ছোট পর্দা, দর্শকদের কতটা কাছের তা প্রায় সকলেরই জানা। ধারাবাহিকের চরিত্রগুলি মিলেমিশে যায় দর্শকদের রোজনামচার সঙ্গে। মেগা সিরিয়ালগুলি দেখতে দেখতে অনেক সময়ই দর্শকেরা তারকাদের কাজ ও ব্যক্তিগত জীবন মিলিয়ে ফেলেন। তারা রিয়েল লাইফেও একসঙ্গেই দেখতে চান অনস্ক্রিন কাপলদের। বর্তমানে প্রিয় জুটিকে বিশেষ নামও দেন ফ্যানেরা। যা সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয়। আসুন দেখা যাক, ২০২১ সালে সবচেয়ে জনপ্রিয় হয়েছেন কোন টেলি জুটিরা।
সিদ্ধার্থ -মিঠাই (মিঠাই)
সব রেকর্ড ভেঙে, টিআরপি লিস্টে, গত একচল্লিশ সপ্তাহ ধরে শীর্ষ স্থানে রয়েছে জি বাংলার 'মিঠাই' (Mithai)। গত সপ্তাহে এই মেগা পেয়েছে ১১.০ রেটিং পয়েন্ট। এই মেগাতে হিট সিদ্ধার্থ আর মিঠাইয়ের জুটি। এমনকী ভালোবাসে ফ্যানেরা নাম দিয়েছেন 'সিঠাই'। উচ্ছেবাবু ও তার তুফানমেইলের টক-ঝাল- মিষ্টি সম্পর্ক কোন দিকে এগোয়, সেই অপেক্ষাইয় রয়েছেন সকলে।
রাজা- মাম্পি (দেশের মাটি)
'দেশের মাটি'-র 'রাম্পি' জুটি ছোট পর্দায় একেবারে হিট। এই দুই চরিত্রে অভিনয় করতেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং রুকমা রায়। পর্দার বাইরেও দু'জনেও খুব ভাল ভাল বন্ধু তাঁরা। তাই ধারাবাহিক শেষ হওয়ার পরও অনুরাগীদের জন্য মাঝে মধ্যে লাইভে আসেন তাঁরা।
সৌজন্য- গুনগুন (খড়কুটো)
'খড়কুটো' -র সৌজন্য ও গুনগুনের জুটিও দর্শকদের পছন্দের তালিকায় ছিল ২০২১ সালে। 'সৌগুন'-কে নিয়ে তৈরি হয়েছে একাধিক ফ্যানপেজ। 'ক্র্যাজি'-র সঙ্গে গুনগুনের সম্পর্ক প্রথমদিকে তিক্ত হলেও, বর্তমানে সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে, তারা একে অপরের প্রেমে কাবু।
রোহিত- শ্রীময়ী (শ্রীময়ী)
রোহিত -শ্রীময়ীর প্রেম যেমন সকলের প্রিয় ছিল, তেমন প্রথমে ট্রোলিংও কম হয়নি তাদের নিয়ে। তবে নিন্দুকদের সংখ্যাকে হারিয়েছে এই জুটির ফ্যানেদের সংখ্যা। ফলস্বরূপ, 'শ্রীময়ী' শেষ হওয়ার পরও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, তাদের নিয়ে নানা পোস্ট।
ঋষিরাজ- পিহু (মন ফাগুন)
'মন ফাগুন' ধারাবাহিক আসার খবর চাউর হওয়া মাত্রই দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। ঋষিরাজ- পিহুর জুটিকে ফ্যানেরা নাম দিয়েছেন 'পিহুরাজ'। ছোটবেলার হারিয়ে যাওয়া প্রেমকে খুঁজে পেয়ে কি এক হবে ঋষিরাজ- পিহু? নাকি আসবে কোনও নয়া বিপদ? তা জানা যাবে আগামী কয়েক পর্বে।