
চলছে গানের রিয়্যালিটি শো 'সুপার সিঙ্গার' সিজন ৩। প্রতি সিজনের ন্যায় এবারও রয়েছেন সঙ্গীত জগতের রথী- মহারথীরা। বিচারক আসনে বসেছেন কুমার সানু, সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী। গত সিজনের ন্যায় এবারও সঞ্চালকের ভূমিকা পালন করছেন যিশু সেনগুপ্ত।

প্রতি সপ্তাহান্তেই কিছু কিছু চমক থাকে দর্শকদের জন্য। বাদ যাবে না আগামী পর্বগুলিও। এবার 'সুপার সিঙ্গার' -র মঞ্চে হাজির হবেন 'বরণ', 'মন ফাগুন', 'ধুলোকণা' এবং 'গ্রামের রাণী বিণাপাণি' ধারাবাহিকের চরিত্ররা।

'১০০% লাভ উইক' -র এই বিশেষ পর্বে এই চার ধারাবাহিকের চরিত্ররা মঞ্চে ছড়িয়ে দেবে ভালোবাসা, গড়ে উঠবে এক প্রেমের আবহ।

সদ্য বিয়ে হয়েছে মন ফাগুন' -র ঋষিরাজ ও পিহুর। এই মঞ্চে তাঁরা পারফর্ম করবেন 'বাতাস গুনগুন' গানে।

শুধু তাই না, সকলের জন্য মঞ্চের উপরই ফুচকা কাউন্টারের ব্যবস্থা করবেন ঋষিরাজ ওরফে অভিনেতা শন বন্দোপাধ্যায়।

অন্যদিকে 'ধুলোকণা'-র লালন অর্থাৎ অভিনেতা ইন্দ্রাশিস আচার্য সকলকে উপহার দেবেন র্যাপ।

সোনু নিগমের বিশেষ গানে তাঁর সঙ্গে নাচ করবেন 'বরণ'-র তিথি। বলাই বাহুল্য সব মিলিয়ে থাকছে অনেকগুলি সারপ্রাইজ।

এই বিশেষ পর্ব স্টার জলসায় সম্প্রচারিত হবে আগামী শনি ও রবিবার, ২৭ -২৮ নভেম্বর রাত ৯.৩০ মিনিটে।