Advertisement
মনোরঞ্জন

Mother's Day 2021: মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণায় নস্টালজিক টেলি তারকারা! দেখুন সেই Exclusive PHOTOS

  • 1/6

সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হয় 'মা'। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'মাতৃ দিবস' বা 'মাদার্স ডে' (Mother's Day)। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতারা আজতক বাংলায় শেয়ার করলেন এই বিশেষ দিনের উইশ বার্তা। সেই সঙ্গে ছোটবেলায় তাঁদের মায়ের সঙ্গে এক্সক্লুসিভ ছবিও তুলে ধরলেন তাঁরা। 
 

  • 2/6

 শন বন্দোপাধ্যায়

ডাঃ উজান চক্রবর্তী ওরফে অভিনেতা শন বন্দোপাধ্যায় জানিয়েছেন, "সকল মায়েদের 'মাদার্স ডে'-র শুভেচ্ছা! আমরা সবাই আমাদের জীবনে মায়েদের আশীর্বাদ পেয়ে ভাগ্যবান। সকলে নিরাপদে থাকুন এবং যত্ন নিন"

  • 3/6

শ্রুতি দাস 

'দেশের মাটি'-র নোয়া বা শ্রুতি দাস তাঁর শুভেচ্ছা বার্তায় জানালেন, "মায়ের জন্যই পৃথিবীতে আসা, মায়ের জন্যই জীবন। বেঁচেই আছি মায়ের জন্য! মা সুস্থ থাক। আমার আপনার সবার..."
 

Advertisement
  • 4/6

রুদ্রজিৎ মুখোপাধ্যায় 

অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায়ের কথায়, "আমার এই পৃথিবীর আলো দেখা মায়ের জন্য। জীবনে যতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, সবটাই মা-বাবার জন্য।"
 

  • 5/6

দিতিপ্রিয়া রায় 

সকলের প্রিয় রানিমা, দিতিপ্রিয়া রায়  'মাদার্স ডে' উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তিনি জানালেন, "সব মায়েরা ভাল থাকুক। সবার মা সবার কাছে খুব স্পেশাল। তবে আমার মা, আমার কাছে বন্ধু বেশি। খুব ভালবাসি তোমায় মা'। 

  • 6/6

প্রমিতা চক্রবর্তী

অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী 'মাদার্স ডে'-তে জানালেন, "আজ যতটুকু মানুষ আমায় চেনে, জানে, সবই মা আর বাবার জন্য।"   (সব ছবি: সংগৃহীত)
 

Advertisement