হিন্দি টেলিভিশনে এরকম বহু মুখ দেখা যায়, যারা আসলে বাঙালি। দেখে নিন এরকম কিছু নায়িকাদের নাম, যারা আজ সুপ্রতিষ্ঠিত।
সায়ন্তনী ঘোষ
জনপ্রিয় কাল্পনিক ধারাবাহিক 'নাগিন' -এ জনপ্রিয়তা অর্জন করেন সায়ন্তনী ঘোষ। এছাড়াও 'মহাভারত', 'ঘর এক স্বপনা', 'কুমকুম'-র মতো ধারাবাহিকগুলিতে অভিনয় করেছেন তিনি। 'বিগ বস ৬'-র প্রতিযোগী ছিলেন সায়ন্তনী। তাঁর জন্ম হয়েছিল কলকাতাতেই।
সঙ্গীতা ঘোষ
'জিস দেশ মে নিকলা হোগা চান্দ' -র পাম্মি চরিত্রে জনপ্রিয় সঙ্গীতা ঘোষ। বাঙালি হলেও মধ্য প্রদেশে জন্ম হয়েছে তাঁর। 'বিরাসত', 'মেহেন্দি তেরে নাম কি', 'রাব্বা ইশক না হতে', 'কেহতা হে দিল জি লে জারা'-ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন।
মৌনি রায়
কোচবিহারের মেয়ে মৌনি রায় মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে যান। 'কাহি কিসি রোজ', 'কুটুম', 'কেয়া হুয়া তেরা ওয়াদা', 'নাগিন ২'- তে অভিনয় করে দর্শকদের একেবারে ঘরে পৌঁছে গেছেন মৌনি।
মৌলী রায়
কলকাতাতেই জন্ম ও বড় হয়েছেন অভিনেত্রী মৌলী রায়। হিন্দি ও বাংলা উভয় সিনেমাতেই তিনি কাজ করেছেন। 'কহি কিসি রোজ', 'কুটুম', 'কেয়া হুয়া তেরা ওয়াদা', 'সাক্ষী', 'জামাই রাজা'-র মতো সিরিয়ালগুলিতে অভিনয় করেছেন তিনি।
দেবীনা ব্যানার্জী
বাঙালি মেয়ে দেবীনা ব্যানার্জী মুম্বইতে যথেষ্ট প্রতিষ্ঠিত। হিন্দি ছাড়াও তামিল,তেলেগু, কন্নড় ছবিতে কাজ করেছেন দেবীনা। 'রামায়ণ','আহত', 'মায়াভি','ইয়াম হে হাম', 'ডঃ মধুমতী অন ডিউটি', 'সন্তোষী মা'-র মতো জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সুমনা চক্রবর্তী
উত্তর প্রদেশে জন্ম হলেও অভিনেত্রী সুমনা চক্রবর্তী আসলে বাঙালি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুমনা 'বরে আচ্ছে লাগতে হে', 'কমেডী নাইটস উইথ কপিল'-র মতো টেলিভিশন শোয়ের মাধ্যমে দর্শকদের মন ছুঁয়েছেন।