Advertisement
মনোরঞ্জন

PHOTOS : ডার্ক বিউটি Nia Sharma আচমকা হলেন ধপধপে ফর্সা, কীভাবে?

  • 1/9

তিনিই এখন বলিউডের সেরা সুন্দরী? লেটেস্ট ছবি পোস্ট করার পর থেকে এমন চর্চাই এখন তুঙ্গে উঠেছে। এমনিতেই নিয়া বিউটি হিসেবে নিজেকে ক্যারি করতে খুব ভালো পারেন। তাঁর গ্ল্যামারাস লুকে ঝলকে উঠলে হৃদকম্পন শুরু হয় পুরুষদের।

  • 2/9

নিয়ার এমন লেটেস্ট ছবি সামনে এসেছে এবং যার মধ্যে তাকে অত্যন্ত সুন্দর এবং চার্মিং দেখাচ্ছে। বৃহস্পতিবার একটি ইভেন্টে পৌঁছেছিলেন তিনি। যেখানে সিজলিং লুকে তাকে দেখতে পাওয়া গিয়েছে। স্টানিং লুক নিয়ে কোনও সন্দেহ নেই।

  • 3/9

তিনি অফশোল্ডার সাইড কাটআউট গাউনে নিয়ার গ্ল্যামার উপচে পড়ছিল। নিয়ার এই ফ্যাশনের লোকেরা খুব তারিফ করেছেন। নিয়া নিজের লুককে ব্ল্যাক আইলাইনার, কাজল, রেড লিপস্টিক এবং বোল্ড মেকআপ এর সঙ্গে কমপ্লিট করেছেন। নিয়ারেস্ট এর সঙ্গে সিম্পল রেখেছিলেন হেয়ার।

Advertisement
  • 4/9

নিয়া লুকের যাঁরা প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরা তো খুশি। কিন্তু তিনি এত চড়া মেকআপ করেছেন কেন, তা বোধগম্য হয়নি অনেকের। নিয়ার মেকআপ অত্যন্ত হেভি ছিল। যা ক্যামেরাতে পরিষ্কার দেখা যাচ্ছিল।

  • 5/9

নিয়ার শর্মা মেকআপে ফ্যানেদের অনেকে খুশি হননি। তারা বুঝতে পারেনি যে তিনি কেন এতটা ফর্সা দেখানোর চেষ্টা করছেন? আপনি জানেন যে নিয়া শর্মাকে তার ডার্ক কম্প্লেকশন এর কারণে অনেক কথা শুনতে হয়েছে।

  • 6/9

ইউজার্সরা তাঁকে কালি বলেও অনেক সময় কটাক্ষ করেছেন। কিন্তু সেটা তাঁর আসল গায়ের রং। আচমকা এত ফর্সা তিনি কীভাবে হলেন, কেন হলেন তা নিয়ে নতুন কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

  • 7/9

কারণ ফটো-ভিডিওতে নিয়াকে অত্যন্ত চড়া মেকআপে দেখা গিয়েছে। ইন্টারনেট ইউজাররা তাঁকে মেকাপের দোকান বলেও অভিহিত করলেন। আরেকজন লিখেছেন, যে এত ফর্সা কীভাবে হয়ে গেলেন তিনি? এক ব্যক্তি লিখেছেন সস্তার মালাইকা অরোরা। কেউ বলতে চাইছিলেন।

Advertisement
  • 8/9

এক ইউজারস লিখেছেন যে ব্ল্যাক রঙে নিয়াকে আওর বেশি অ্যাট্রাকটিভ লাগছে। কেউ আবার রয়েছেন যারা নিয়ার ফ্যাশন বুঝতেই পারেননি বলে দাবি করেছেন। তারা অনেকেই জিজ্ঞাসা করেছেন, নিয়ার স্টাইলিস্ট কে?

 

  • 9/9

নিয়া শর্মা টিভি ইন্ডাস্ট্রির ফ্যাশন কুইন। লোক সবসময়ই তাঁর দিকে নজর রাখেন। তিনি কোনও ছবি পোস্ট করলে তা ভাইরাল হতে বেশি সময় নেয় না। ইন্টারনেটে ঝড় তুলে তা প্রশংসা বা নিন্দাই হোক, তিনি সব সময়ই আলোচনার শীর্ষে থাকেন। নিয়াকে ফ্যানরা সব সময় ট্রেন্ডিংয়ে রাখেন।

Advertisement