scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Ramayan: রাম -সীতা ছাড়া রামায়ণের এই চরিত্ররাও জনপ্রিয়! জানেন তাঁরা এখন কোথায়?

ramayan-famous-characters রামায়ণ
  • 1/10

গত বছর লকডাউনের সময়ে প্রায় ৩৩ বছর পর ছোট পর্দায় ফিরেছিল 'রামায়ণ'।  প্রতিটি চরিত্র দর্শকদের ড্রয়িং রুমে হাজির হয়েছিল আবার। এবার তৃতীয় বার এই ধারাবাহিক সম্প্রচারিত হবে। রামানন্দ সাগরের এই সিরিয়ালে রাম,লক্ষণ ও সীতা অমর রয়েছে। কিন্তু এই চরিত্রগুলি ছাড়াও আরও অনেক চরিত্র রয়েছে যাদের ভোলা কঠিন। হনুমান, রাবণ, মন্থরা এই চরিত্রগুলি ছাড়া রামায়ণ অসম্পূর্ণ। চেনেন বাকি চরিত্রের অভিনেতারদের? রইল বিস্তারিত...
 

ramayan-famous-characters রামায়ণ
  • 2/10

বিভীষণ (মুকেশ রাওয়াল)

মুকেশ রাওয়াল, বিভীষণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ২০১৬ সালের ১৫ নভেম্বর মাসে একটি ট্রেন দুর্ঘটনায় প্রয়াত তিনি। শোনা যায় তাড়াহুড়োয় রেল লাইন পার করতে গিয়েই এই দুর্ঘটনা হয়। 

ramayan-famous-characters রামায়ণ
  • 3/10

রাবণ (অরবিন্দ ত্রিবেদী)

 রাম, লক্ষণ, সীতা ছাড়াও রাবণ খুব গুরুত্বপূর্ণ চরিত্র। অরবিন্দ ত্রিবেদী রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন। এই মুহূর্তে তাঁর বয়স ৮২ বছর। 

Advertisement
ramayan-famous-characters রামায়ণ
  • 4/10

মন্থরা (ললিতা পাওয়ার)

সকলেই 'রামায়ণ'-র মন্থরা, ললিতা পাওয়ারকে চেনেন। ১৯৮৮ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি মারা যান। বহু ছবিতেও অভিনয় করা সত্ত্বেও তাঁর মন্থরা চরিত্রটি সবচেয়ে জনপ্রিয়।
 

ramayan-famous-characters রামায়ণ
  • 5/10

মেগনাদ (বিজয় আরোরা) 

মেগনাদের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় আরোরা। তিনি বলিউড অভিনেত্রী জিনাত আমানের সঙ্গেও অভিনয় করেছেন। ২০০৭ সালের ২ ফেব্রুয়ারি তিনি যকৃৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত। 
 

ramayan-famous-characters রামায়ণ
  • 6/10

মান্দোদারি (অপরাজিতা ভূষণ) 

রাবণ পত্নী মান্দোদারির চরিত্রে দেখা গিয়েছিল অপরাজিতা ভূষণকে। অভিনেত্রী ভরত ভূষণের মেয়ে তিনি। বর্তমানে তিনি লেখালেখির জগতের সঙ্গে যুক্ত। 
 

ramayan-famous-characters রামায়ণ
  • 7/10

কৌশল্যা (জয়শ্রী ঘাতক) 

অভিনেত্রী জয়শ্রী ঘাতক কৌশল্যা চরিত্রে অভিনয় করেছিলেন। বহু মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে তিনি চিরবিদায় জানিয়েছেন সকলকে। 
 

Advertisement
ramayan-famous-characters রামায়ণ
  • 8/10

কৈকেয়ী (পদ্মা খান্না) 

রামানন্দ সাগরের 'রামায়ণ'-এ কৈকেয়ী চরিত্রে অভিনয় করেছেন পদ্মা খান্না। পরিচালক জগদীশ সিদানার সঙ্গে নয়ের দশকে বিয়ে করেন অভিনেত্রী। এরপর তাঁরা নিউ জার্সিতে পাড়ি দেন। 

ramayan-famous-characters রামায়ণ
  • 9/10

দশরথ ( বাল ধুরি)

ধারাবাহিকে রামের বাবা দশরথের চরিত্রে অভিনয় করেছিলেন বাল ধুরি। এরপর বহু বছর তিনি মারাঠি ছবিতে কাজ করেছেন। মজার বিষয় হল 'রামায়ণ'-এ কৌশল্যা ও দশরথ রিয়েল লাইফের স্বামী-স্ত্রী। অর্থাৎ অভিনেত্রী জয়শ্রী ঘাতকের সঙ্গে বিয়ে করেন বাল ধুরি। 

ramayan-famous-characters রামায়ণ
  • 10/10

হনুমান (দারা সিং)

হনুমানের চরিত্রে অভিনয় করে দারা সিং খুব জনপ্রিয় হয়েছিলেন। ২০১২ সালে তাঁর মৃত্যু হয়। শোনা যায় যেই সময়ে 'রামায়ণ' প্রথম সম্প্রচারিত হয়েছিল দর্শকেরা রাম, সীতা ছাড়া হনুমানেরও পা ছুঁতেন কোথাও দেখা হলেই। 

  

Advertisement