গত ৪ সেপ্টেম্বর থেকে কালার্স বাংলা চ্যানেলে শুরু হয়েছে গানের রিয়্যালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ'। জনপ্রিয় এই শোয়ে প্রতিযোগী ও বিচারকদের মিউজিক্যাল পারফরম্যান্সে মুগ্ধ দর্শকেরা। আসন্ন পর্বেও থাকবে বিশেষ চমক।
কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হবে,'সঙ্গীতের মহাযুদ্ধ'-র মঞ্চে। কিশোর কুমারের জনপ্রিয় গানগুলিতে ডুয়েট পারফরম্যান্স করবেন প্রতিযোগীরা। আর বিশেষ পর্ব উপলক্ষেই আগামী দুই পর্বে হাজির থাকবেন তাঁর পুত্র তথা সঙ্গীতশিল্পী অমিত কুমার।
অমিত কুমার, তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে একটি, 'বরে আচ্ছে লগতে হ্যায়' গানটি গেয়ে মঞ্চে প্রবেশ করবেন।
কিশোর কুমারের 'চলটি কা নাম গাড়ি' -র নেপথ্য গল্প শোনা যাবে অমিত কুমারের মুখে। প্রথম পর্বের সমাপ্তি হবে সকল প্রতিযোগীদের সঙ্গে তাঁর 'আ দেখে জারা' গানটির মাধ্যমে।
আশা ভোঁসলে এবং কিশোর কুমারের রসায়ন সম্পর্কে অজানা গল্প শেয়ার করবেন অমিত কুমার, দ্বিতীয় দিনে। এদিনের পর্ব, শিল্পী শেষ করবেন, 'দিওয়ানা দিল দিওয়ানে' গানের মাধ্যমে।
রয়েছে আরও বেশ কিছু চমক। প্রথমবার 'সঙ্গীতের মহাযুদ্ধ'-র ট্রফিটি সকল বিচারকের উপস্থিতিতে অমিত কুমার প্রকাশ্যে আনবেন। এছাড়াও, প্রথমবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হবে এক প্রতিযোগীর।
বিশেষ পর্বের ডুয়েট রাউন্ডে, জুটিতে পারফর্ম করবেন- আরফিন-শ্রয়ী, প্রীতম- শালিনী, রাজদীপ- সুমন, তীর্থ- ঋতি এবং সৌরভের সঙ্গে পারফর্ম করবেন ওয়াইল্ড কার্ডে আসা প্রতিযোগী।