গানের রিয়্যালিটি শো 'সারেগামাপা'-র জনপ্রিয়তার মাত্রা অন্য রকম। দর্শকদের খুবই কাছের এই গানের শো এবার চলে এসেছে একেবারে অন্তিম লগ্নে।
আর হাতে গোনা দিন পরেই দেখা যাবে শোয়ের গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগীরা ও বিচারকেরা ছাড়াও মঞ্চ মাতিয়ে দেবেন অতিথি বিচারকেরা।
প্রতি সিজনে জি বাংলা খোঁজ করে সেরার সেরা প্রতিভাদের। সেই সঙ্গে নন-ফিকশন সঙ্গীতের ইতিহাসে এতজন প্রতিভা এক সঙ্গে মিলিত হওয়ার সুযোগ কম পান। গান, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সাজানো মঞ্চ, সব মিলিয়ে এক রাজকীয় আয়োজন থাকে প্রায় প্রতি পর্বেই।
গ্র্যান্ড ফিনালেতে প্রথম ৬-এ উঠেছেন - রক্তিম, নীহারিকা, অনুষ্কা, অর্কদীপ, জ্যোতি এবং বিদীপ্তা। তাঁদের নিজেদের প্রমাণের জন্য দুটি রাউন্ড দেওয়া হয়েছে।
প্রথম রাউন্ডে তাঁরা স্বতন্ত্রভাবে পারফর্ম করবেন এবং দ্বিতীয় রাউন্ডে তাঁদের সঙ্গ দেবেন কিংবদন্তি ভারতীয় পারকাশনিস্ট - শিবমনি।
এছাড়াও অন্যান্য বিশেষ অতিথিরা থাকবেন। যেমন সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবন, আইকনিক প্লেব্যাক গায়ক কে কে এবং শান।
লকডাউনের সময়ে যখন চারিদিকে একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন 'সারেগামাপা'-র মঞ্চে সব মন ভালো করা গান যেন কাজ করেছে মিউজিক থেরাপির মতো।
সঙ্গীত গুরুর আসনে ছিলেন ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও রাঘব চট্টোপাধ্যায়। আর সঞ্চালনার দায়িত্ব সামলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
টানা ৬ মাসের একটি দারুণ মিউজিক্যাল জার্নি এবার শেষ হতে চলেছে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সঙ্গীত জগতের তারকাদের হাই ভোল্টেজ পারফরম্যান্সের মাধ্যমে এই সিজনের গ্র্যান্ড ফিনালে হবে।
আগামী ১৮ এপ্রিল সন্ধ্যা ৭ টায় জি বাংলায় সম্প্রচারিত হবে 'সারেগামাপা'-র গ্র্যান্ড ফিনালে।