Advertisement
মনোরঞ্জন

Rani Rashmoni: গদাধরের জীবনে নয়া মোড়! 'উত্তর-পর্বে' পুজো করবেন সারদার?

  • 1/9

গত রবিবার শেষ হয়েছে দর্শকদের পছন্দের ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি' (Korunamoyee Rani Rashmoni )-তে রানিমার জীবন। সেই সঙ্গে শেষ হয়েছে রানিমা ওরফে দিতিপ্রিয়া রায়ের দীর্ঘ ৪ বছরের জার্নি। 

  • 2/9

অনেকের মনে ভয় থাকলেও ধারাবাহিক বন্ধ হয়নি এখন । তবে তার নাম পরিবর্তন হয়ে হবে, 'করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব'।  
 

  • 3/9

গত ৫ জুলাই থেকে দেখানো হচ্ছে গদাধরের গল্প। অর্থাৎ গদাধর চট্টোপাধ্যায় থেকে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠার সফরের এবার সাক্ষী থাকবেন দর্শকরা।

Advertisement
  • 4/9

 শুধু তাই নয়, রামকৃষ্ণ দেব মানেই আসে মা সারদার নাম। কিছু পর্ব রামকৃষ্ণ দেব ও সারদা দেবীর সম্পর্ক নিয়েও দৃশ্যায়ন হবে। সকলের মনে প্রশ্ন ছিল কে হবেন সারদা দেবী? আজতক বাংলা আগেই জানিয়েছিল সেই চরিত্রে অভিনয় করবেন টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। যদিও এই বিষয়ে আজতক বাংলার তরফে সন্দীপ্তাকে যোগাযোগ করা হলে, অভিনেত্রী তখন জানান, "এই মুহূর্তে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। চ্যানেলের অনুমতি পেলে তবেই জানাবো।" 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sourav Saha (@sourav_saha6)

  • 5/9

মজার কথা হল এই যে, ২০০৮ সালে সম্প্রচারিত 'দুর্গা' ধারাবাহিকে দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। সেখানে তাঁর স্বামী রূপমের ভূমিকায় দেখা গিয়েছিল গৌরব চট্টোপাধ্যায়কে। সেই ধারাবাহিকে শিশু শিল্পী ছিলেন দিতিপ্রিয়া রায়। ঘটনাচক্রে প্রায় ১৩ বছর পরে একই ধারাবাহিকের অংশে রানিমার দিতিপ্রিয়ার জামাই মথুরের চরিত্রে নজর কাড়ছেন গৌরব, অন্যদিকে সারদা দেবী সন্দীপ্তা। 
 

  • 6/9

গদাধর হিসাবে দারুণ জনপ্রিয়তা তৈরি করেছেন অভিনেতা সৌরভ সাহা। তাঁকে রামকৃষ্ণের চরিত্রে দেখতে দর্শকরা বেশ পছন্দ করছেন। 
 

  • 7/9

এইবার দর্শকেরা দেখতে পাবেন  রামকৃষ্ণ দেব ও সারদা দেবীর পরিণত বয়সের গল্প। তবে কতটা খুঁটিনাটি দৃশ্যে থাকবে তা এখনও জানা যায়নি।  

Advertisement
  • 8/9

বহু মিম, ট্রোল হওয়া সত্ত্বেও রেটিং চার্টে প্রথম পাঁচের মধ্যেই থাকতো জি বাংলার ধারাবাহিক 'করুণাময়ী রাণী রাসমণি'। কিন্তু দিতিপ্রিয়া রায়ের অংশ যত শেষের দিকে যাচ্ছিল,তখন থেকে জনপ্রিয়তায় ভাটা পড়েছে ধারাবাহিকের। TRP তালিকাতেও একেবারে তলানিতে স্থান পাচ্ছে এক সময়ের সেরা ধারাবাহিক।

  • 9/9

আগামী দিনে রামকৃষ্ণের জনপ্রিতার উপরই নির্ভর করবে ধারাবাহিকের জনপ্রিয়তা।  চ্যানেল কর্তৃপক্ষ থেকে অভিনেতারা সকলেই আশাবাদী, যে সৌরভ যথেষ্ট ভাল ভাবেই একাজ করতে পারবেন। কিন্তু রানিমায়ের মতো বাকীদেরও ততটা আপন করবেন কিনা জনতা জনার্দন, তা বলবে সময়।  

Advertisement