Advertisement
মনোরঞ্জন

Shruti-Swornendu: স্ট্রেস থেকে বেরোতে একান্তে সময় কাটাটে ট্রিপে শ্রুতি- স্বর্ণেন্দু!

  • 1/10

বিগত কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে থাকেন টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। বারবার বর্ণ বিদ্বেষ ও কুরুচিকর মন্তব্যের স্বীকার হয়ে শেষমেশ আইনী পথের হেঁটেছিলেন অভিনেত্রী। 

 

আরও পড়ুন:  "বর্ণ বিদ্বেষের শিকার হলেও, আমি এই লড়াইয়ে অন্যদের মুখ হতে চাই!" 

  • 2/10

কলকাতা পুলিশের সাইবার শাখার দ্বারস্থ হওয়ার পর কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কয়েকজন অফিসার শ্রুতির বাড়িতেও যান। এখনও চলছে সেই তদন্ত।
 

  • 3/10

কখনও গায়ের রং তো কখনও চরিত্র বারবার ট্রোলিংয়ের স্বীকার হয়েছেন শ্রুতি। এমনকি বাদ যায়নি তাঁর বয়ফ্রেন্ড, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারকে (Swornendu Samaddar) নিয়ে আলোচনাও।

Advertisement
  • 4/10

 অভিনেত্রী এবং পরিচালকের প্রেম টলিপাড়ায় পরিচিত ঘটনা। তবু এই মুহুর্তে ইন্ডাস্ট্রিতে বেশ চর্চিত জুটি শ্রুতি ও স্বর্ণেন্দু। 
 

  • 5/10

বর্তমানে 'দেশের মাটি' ধারাবাহিকের একজন মুখ্য চরিত্র নোয়ার চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। অন্যদিকে 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের পরিচালনা নিয়ে ব্যস্ত স্বর্ণেন্দু।
 

  • 6/10

তাই ব্যস্ততার মধ্যে নিজেদের জন্যে কিছুটা সময় বের করে কলকাতার মধ্যেই একটু অচেনা জায়াগায় পাড়ি দিলেন এই জুটি। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Das (@shrutidas_real)

  • 7/10

শামুকপোতার 'জঙ্গল টেন্ট'- কিছুটা সময় কাটিয়ে এলেন তাঁরা। নিজেদের সোশ্যাল পেজে সেই ছবি ও ভিডিয়ো তুলে ধরেছেন তাঁরা ফ্যানেদের জন্য। আর ক্যাপশনে জানান দিয়েছেন একে অপরের প্রতি ভালোবাসার কথা।


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shruti Das (@shrutidas_real)

Advertisement
  • 8/10

'ত্রিনয়নী'-র নয়ন কে মনে আছে? জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল দিয়েই প্রথম ছোটপর্দায় মুখ দেখিয়েছিলেন শ্রুতি। কাজ চলছিল ভালোই, কিন্তু হঠাৎই শ্রুতি প্রেমে পড়লেন সিরিয়ালের পরিচালক স্বর্ণেন্দুর।
 

  • 9/10

অভিনেত্রী থেকে ১৪ বছরের বড় স্বর্ণেন্দু প্রথমে সম্মতি না জানালেও পরে বলা চলে কিউপিডে ঘায়েল হয়েছিলেন। তাঁদের প্রেমের বয়স প্রায় দেড় বছর হলেও গত বছর শেষের দিকেই সোশ্যাল মিডিয়ায় অফিশিয়ালি নিজেদের সম্পর্কের কথা জানিয়েছেন দুজনে।  
 

  • 10/10

অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠান যুগলকে। অনেকে আবার লেখেন "যত আদিখ্যেতা"। কিন্তু সে সবে বুড়ো আঙুল দেখিয়ে প্রেমে মেতেছেন লাভ বার্ডস শ্রুতি-স্বর্ণেন্দু। 

Advertisement