সোশাল মিডিয়ায় ১০ লক্ষ ফ্যান ফলোইং রয়েছে। বেশ কয়েকটি সিনেমা এবং দ্য কপিল শর্মা শো-তে অভিনয় করে জনপ্রিয় মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী।
সোশাল মিডিয়ায় তেমন একটা অ্যাক্টিভ নন। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা পোস্ট করলেন তিনি।
সুমনা জানিয়েছেন তিনি স্টোজ ফোর এন্ডোমেট্রিওসিসের সঙ্গে লড়ছেন ২০১১ সাল থেকে। তিনি জানিয়েছেন, লকডাউনে তিনি মানসিক ভাবে এই রোগের সঙ্গে লড়তে পারছেন না।
তবুও চেষ্টা করে যাচ্ছেন। কাজও নেই এ মুহূর্তে। তবে এটা তাঁর সৌভাগ্য যে তিনি পরিবারের ভরণপোষণ করতে পারছেন।
লম্বা পোস্টে সুমনা ব্যক্তিগত জীবনের ছবি ফ্যানদের সামনে তুলে ধরেছেন। দীর্ঘ দিন বাদে বাড়িতে ওয়র্কআউট করলেন তিনি। সেই ছবির পোস্ট করেই লেখেন এ সব। এত কিছুর পরেও মাঝে মাঝে মানসিক ভাবে ভেঙে পড়ছেন তিনি।
পিরিয়ডসের সময় মুড স্যুইং হয়। তা নিয়েও লো ফিল করেন সুমনা। তার সঙ্গে চারদিকে এত খারাপ খবরে বিপর্যস্ত তিনি।
সুমনা আরও জানান, আজ পর্যন্ত তিনি এ সব ওপেন ফোরামে কখনও শেয়ার করেননি। ২০১১ সাল থেকে কঠিন অসুখে ভুগছেন। ভালো খাওয়া, এক্সারসাইজ এবং স্ট্রেস ফ্রি জীবন তাঁর সুস্থ থাকার চাবিকাঠি।
তিনি লেখেন, 'আজ এক্সারসাইজ করার পর ভালো লাগছে। ভাবলাম আমার ব্যক্তিগত অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কারণ এটা আপনাদের বলতে চাইছি, যেটা চকচক করে সব সময় সেটা সোনা হয় না।'
তিনি আরও লেখেন, 'আমাদের প্রত্যেকের আলাদা কাহিনি রয়েছে, আলাদা যুদ্ধ রয়েছে যা আমরা লড়ছি। কাছের মানুষকে হারাচ্ছি প্রতি দিন। তার পরেও চারদিকে এত নেগেটিভিটি এত ঘৃণার মধ্যে বাস করছি। আমার ভালোবাসার প্রয়োজন আর প্রয়োজন দয়ার। আপনাদের এত কিছু শেয়ার করলাম, ভাবলাম যদি এতে একজন মানুষও মানসিক ভাবে ভালো অনুভব করেন তবে আমার পোস্ট সার্থক।'