scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

Sumona Chakravarti: আমির-রণবীরের সঙ্গে কাজ করেছেন, টিভি সুমনাকে দিয়েছে খ্যাতি

সুমনা
  • 1/9

আজ নিজের ৩২তম জন্মদিন পালন করছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিল্পী সুমনা চক্রবর্তী। জন্মদিনে জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

সুমনা
  • 2/9

কপিল শর্মার স্মল স্ক্রিন স্ত্রী হিসাবে সকলেই চেনেন সুমনা-কে। সোশাল মিডিয়ায় দারুণ ফ্যান ফলোইং রয়েছে তাঁর।

সুমনা
  • 3/9

শিশু শিল্পী হিসাবে কেরিয়ার শুরু করেন সুমনা। ১০ বছর বয়সে আমির খান মনীষা কৈরালার ছবি মন-এ প্রথমবার অভিনয় করেছিলেন। পরে রণবীর কাপুরের ছবি বরফি-তেও অভিনয় করেছিলেন।

Advertisement
সুমনা
  • 4/9

এর পর বহু ধারাবাহিকে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন সুমনা। ২০১১ সালে একতা কাপুরের সিরিয়াল বড়ে অচ্ছে লগতে হ্যায়-তে রাম কাপুরের বোন নাতাশার চরিত্রে অভিনয় করার পর তিনি বেশ পরিচিতি পান।

সুমনা
  • 5/9

সুমনা প্রথমবার কপিল শর্মার সঙ্গে কাহানি কমেডি সার্কাস কি কাজ করেছইলেন। শো জিতেছিলেন তিনি। তবে বহুল ভাবে তাঁর পরিচিত বাড়ে ২০১৩ সালে কমেডি টাইটস উইদ কপিল-এ অভিনয়ের পর।

সুমনা
  • 6/9

শো-তে সুমনা কপিলের স্ত্রী মঞ্জু শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন। এখনও তিনি দ্য কপিল শর্মা শো-র সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানে ভুরি-র চরিত্রে অভিনয় করেন সুমনা।

সুমনা
  • 7/9

বহু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন সুমনা। যার মধ্যে রয়েছে কসম সে, ডিটেক্টিভ ডল, সুন ইয়ার চিল মার, এক থি নায়িকা, জামাই রাজা, দেব-এর মতো ধারাবাহিক।

Advertisement
সুমনা
  • 8/9

সোশাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ সুমনা। নিত্য দিন তিনি ফ্যানদের সঙ্গে তাঁর ছবি ভিডিও ভাগ করে নেন। প্রচুর ফ্যান ফলোইং রয়েছে তাঁর।

সুমনা
  • 9/9

ছবি সৌজন্য সুমনা চক্রবর্তীর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল

Advertisement