scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

PHOTOS: মহাদেবের চরিত্রে অভিনয় করে এই অভিনেতারা দর্শকদের মন জিতেছেন, দেখুন

শিব
  • 1/10

আজ মহাশিবরাত্রি। সারা দেশে অসংখ্য মানুষ তাঁদের বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়ে দিনটায় ভগবান শিবের আরাধনা করেন। ছোট পর্দায় মহাদেবের চরিত্রে এই অভিনেতারা দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন।

মোহিত রায়না
  • 2/10

মোহিত রায়না - দেবো কে দেব মহাদেব ধারাবাহিকে মোহিতের অভিনয় বেশ প্রশংসিত হয়। বেশ কিছু অ্যাওয়ার্ড পান তিনি। বহু দর্শক এটাও মনে করেন ভারতীয় টেলিভিশনে শিবের চরিত্রে তাঁর মতো কেউ অভিনয় করেননি।

সুনীল শর্মা
  • 3/10

সুনীল শর্মা - শ্রী গণেশ সিরিয়ালে শিবের চরিত্রে দেখা যআয় সুনীল শর্মাকে। লকডাউন পর্বে এই ধারাবাহিক পুনঃসম্প্রচার করা হয়। দর্শকদের পছন্দের সিরিয়াল ছিল এটি।

Advertisement
সন্তোষ শুক্লা
  • 4/10

সন্তোষ শুক্লা - জয় জয় শিবশংকর সিরিয়ালে শিবের চরিত্রে অভিনয় করেন। অভিনয় কেরিয়ার তেমন সফল না হলেও সন্তোষকে শিবের চরিত্রে দর্শকদের পছন্দ হয়।

সমর জয় সিং
  • 5/10

সমর জয় সিং - মোহিত রায়নার আগে শিবের চরিত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান সমর। ওম নমঃ শিবায় সিরিয়ালে সমরের চরিত্র আজও দর্শকদের মনে জায়গা করে রয়েছে।

রোহিত বক্সি
  • 6/10

রোহিত বক্সি - সিয়া কে রাম সিরিল আদপে রামের কাহিনি হলেও তাতে মহাদেবের চরিত্রে অভিনয় করতে দেখা যায় রোহিত বক্সিকে।

হিমাংশু সোনি
  • 7/10

হিমাংশু সোনি - নীলি ছত্রি ওয়ালে সিরিয়ালে শিবের চরিত্রে দেখা যায় হিমাংশুকে। হালকা হাসির সিরিয়ালে তাঁর কাজ বেশ প্রশংসা পায়।

Advertisement
অরুণ গোভিল
  • 8/10

অরুণ গোভিল - এমনিতে রামের চরিত্র করে তিনি ভারতীয় টেলিভিশনে অমর হয়ে গিয়েছেন। তবে নয়ের দশকে দূরদর্শনে শিব মহিমা নামে একটি সিরিয়ালে শিবের চরিত্রে অভিনয় করেন অরুণ।

অমিত মেহরা
  • 9/10

অমিত মেহরা - পবনপুত্র হনুমানকে শিবের অংশ হিসাবে মনে করা হয়। সংকটমোচন মহাবলী হনুমান সিরিয়ালে শিবের চরিত্রে অমিতের কাজ দর্শকদের খুব পছন্দ হয়।

যশবর্ধন রানা
  • 10/10

যশবর্ধন রানা - নয়ের দশকে দূরদর্শনের ধারাবাহিক ওম নমঃ শিবায়-তে শিবের চরিত্রে অভিনয় করেন যশবর্দন। দর্শকদের অত্যন্ত পছন্দের চরিত্র ছিল এটি।

Advertisement