“রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে”। অতিমারি, অসুস্থতা আর মনখারাপের গ্লানি পেরিয়ে ফাগুন পূর্ণিমা তিথিতে দোলের রঙে রাঙিয়ে উঠুক সকলের জীবন।
আগামী ১৮-২০শে মার্চ টানা ৩ দিন রঙের এই উৎসব পালন করতে তাই আকাশে নানা রঙের খেলা। সকাল ৭টায় –“গুড মর্নিং আকাশ” , দুপুর ১.৩০টায় “রাঁধুনি”, বেলা ২.o৫ এ “দুপুরের মেগা মুভি”, সন্ধে ৬.৩০টায় “মেয়েদের ব্রতকথা”, রাত ৮টায় “কাঞ্চি” এবং রাত্রি ৮.৩০টায় “পুলিশ ফাইলস্” তিন দিন জুড়েই থাকবে দোলের জমজমাটি বিশেষ পর্ব।
মিনি ও শান্তিনিকেতনে দোল উৎসব সেলিব্রেট করতে আসে।প্রশান্তকে মনে মনে ভালো লাগে মিনির।প্রশান্তর মনে কি মিনি জায়গা করে নেবে?
মাধবকে পরাজিত করে মায়া ষষ্ঠীতলার মাটি নিয়ে গিয়ে ইন্দ্রকে খাওয়াতেই শচীর গুনতুকে অসার হয়ে যাওয়া জমিদার ইন্দ্র ফিরে পায় তার চলন শক্তি।
দোল পূর্ণিমার দিনই হবে ইন্দ্রের পুনরায় রাজ্যাভিষেক। কিন্তু মাধব ও শচীরাও বসে থাকার মানুষ নয়। সমগ্র ভৈরবপুর যখন মেতে উঠেছে রঙের উৎসবে, আনন্দ ধারা যখন বইছে প্রজাদের মনে মনে
ভক্তি ভরে যখন প্রজারা আবীর ও সম্মান নিবেদন করছে তাদের জমিদারকে, পুরোহিতের মন্ত্র শুদ্ধিতে হচ্ছে যখন জমিদারের পুনরায় অভিষেক, তখনই বিষ মিশ্রিত আবীর ইন্দ্রকে মাখিয়ে দিতে যায় শচী আশীর্বাদ স্বরূপ। তারপর?
দোলের দিন দুপুর ১.৩০ মিনিটে দেখুন রাঁধুনির বিশেষ পর্ব। বিশেষ অতিথি অর্কদীপ মিশ্র এবং মন্দিরা কর্মকার। রূপসার সঙ্গে জমিয়ে আড্ডা আর রান্না হবে দোল স্পেশাল মাটন।