scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

PHOTOS: রেড ব্রালেট-মিনি স্কার্ট, Urfi Javed-এ ফের 'উষ্ণতা' ইন্টারনেটে

ছড়ালেন
  • 1/10

ফের হট ছবিতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন বিগ বস সিজন ১৫- খ্যাত উরফি জাভেদ।
 

সাহসী
  • 2/10

সোশ্যাল মিডিয়ায় তিনি মাঝে মধ্যেই সাহসী ছবি পোস্ট করে ঝড় তুলে দেন।

মিডিয়ায়
  • 3/10

এবার ফের একবার শিরোনামে তিনি। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন।

Advertisement
মুহূর্তের
  • 4/10

সেই ছবি পোস্ট করার পরেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। 

উরফি
  • 5/10

ভাইরাল ছবিতে লাল ব্র্যালেট, ম্যাচিং মিনি স্কার্টে দেখা গিয়েছে উরফি জাভেদকে। 

বরাবরই
  • 6/10

হট লুকে ছবি দিয়ে বরাবরই সবার নজর কাড়েন উরফি।

রয়েছেন
  • 7/10

সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরেই চর্চায় রয়েছেন উরফি। বিগ বস ১৫তে প্রথম বাতিল প্রতিযোগী তিনি। 

Advertisement
ফলোয়ার
  • 8/10

সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন উরফি। ইনস্টাতে প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। 
 

গুরুত্ব
  • 9/10

তবে অনেকবার ট্রোলের মুখেও পড়েছেন তিনি। কিন্তু সেসবে গুরুত্ব দিতে নারাজ উরফি

উরফিকে
  • 10/10

বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে উরফিকে।
 

Advertisement