Advertisement
মনোরঞ্জন

মঞ্চ মাতাবেন 'রঙ্গিলা' গার্ল উর্মিলা! 'ডান্স ডান্স জুনিয়র'-র বিশেষ পর্বে জমাট মুহূর্ত

  • 1/9

জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২' (Dance Dance Junior Season 2)-এ চলছে টানটান উত্তেজনা। বলা যায় এই সিজন রীতিমতো 'টক অফ অফ দ্য টাউন'।  শোয়ের এবারের চমক বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)।  

  • 2/9

প্রতি সপ্তাহান্তেই সারা বাংলার দর্শকদের কাছে নতুনত্ব কিছু নাচ পরিবেশন করে এই প্রতিভাবান ক্ষুদে নৃত্যশিল্পীরা। সেই সঙ্গে বিচারক হিসাবে মহাগুরু মিঠুন চক্রবর্তী, সুপারস্টার দেব এবং ডান্সিং ডিভা মনামি ঘোষের উপস্থিতি এই শো-কে এক অন্য স্তরে নিয়ে গেছে। 

  • 3/9

ক্ষুদে শিল্পীদের অতিথি বিচারক হিসাবে আসবেন বলিউড ডিভা উর্মিলা। সেই সঙ্গে বাংলা নাচের শোয়ে এবার মঞ্চ মাতাবেন অভিনেত্রী। উপরিপাওনা, বিশেষ অতিথি হিসাবে থাকবেন যিশু সেনগুপ্ত। প্রথমবার বাংলা টেলিভিশনে যিশু-উর্মিলা একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করবেন আইকনিক জুটি উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে। 

Advertisement
  • 4/9

'রঙ্গিলা' অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর মহাগুরু এবং অন্যান্য দুজন বিচারকদের সঙ্গে অংশগ্রহণকারীদের উৎসাহিত করবেন। শুধু তাই নয়, দর্শকেরা দেখতে পাবেন তাঁর অসাধারণ পারফরম্যান্স।  

  • 5/9

একই সঙ্গে মঞ্চ মাতাবেন উর্মিলা ও মনামী। দুই ডান্সিং ডিভার পারফরম্যান্সে 'ডান্স ডান্স জুনিয়র'-র স্টেজে রীতিমতো আগুন জ্বলবে। 

  • 6/9

প্রতিযোগীদের আরও ভালো নাচের নানা পরামর্শ দেবেন উর্মিলা, যা পরবর্তী পর্বগুলিতে তাদের আরও ভালো পারফর্ম করতে আত্মবিশ্বাস যোগাবে। বিশেষ পর্বে বাংলার জনপ্রিয় মিষ্টি 'জয়নাগরের মোয়ার' স্বাদ নেবেন নায়িকা। বলাই বাহুল্য, সেই সঙ্গে তিনি, তাঁর একাধিক হিট গানে নেচে জমিয়ে দেবেন এদিনের পর্ব।  

  • 7/9

'ডান্স ডান্স জুনিয়র'-র প্রযোজক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানান, "এই সপ্তাহান্তে ডিডিজে সিজন ২-র মেগা পর্বে উর্মিলা মাতন্ডকরের উপস্থিতি দর্শকদের জন্যে মেগা ট্রিট হতে চলেছে। তাঁর প্রতিভা, তাঁর এনার্জি এবং নাচ এই শো-কে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। উর্মিলার সঙ্গে কিছু অবিস্মরণীয় স্মৃতি তৈরি কবে এবারের বিশেষ পর্বে।"

Advertisement
  • 8/9

এই বিশেষ পর্ব উপলক্ষে চ্যানেলের মুখপাত্র বলেন, “এই সপ্তাহে ডিডিজে সিজন ২ শুধু দুর্দান্ত হবে না, বলা যায় এটি উর্মিলা মাতন্ডকরের সঙ্গে সকলের অসাধারণ অভিজ্ঞতা হবে। তাঁর পারফরম্যান্স থেকে শুরু করে যেভাবে তিনি প্রতিযোগীদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন তা সত্যিই খুব প্রশংসনীয়। সেই সঙ্গে কিংবদন্তি উত্তম কুমার ও সুচিত্রা সেনকে তাঁর শ্রদ্ধা জানানো - সব মিলিয়ে এই উইকেন্ড সকলের মনে রাখার মতো।"

  • 9/9

আগামী ১৭ ও ১৮ এপ্রিল রাত সাড়ে ৯.৩০ টায় 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ২- তে উর্মিলা মাতন্ডকরের এই বিশেষ পর্বগুলি দর্শকেরা দেখতে পারবেন স্টার জলসা ও স্টার জলসা এইচডি-তে।

Advertisement