মায়ানগরীতে পা দিয়েছিলেন কিছু মাস হল। মুম্বইয়ের টেলিভিশনে জগতে এখন পরিচিত নাম অদ্রিজা রায়। 'দুর্গা অউর চারু' হিন্দি মেগা সিরিয়ালের মাধ্যমে জাতীয় টেলিভিশনে অভিনয়ে হাতেখড়ি তাঁর। প্রথম ধারাবাহিক শেষ হয় মাত্র পাঁচ মাসের মাথায়। অনেকে ভেবেছিলেন এবার শহরে ফিরে, ফের টলিপাড়ার কাজ করবেন তিনি। এরই মধ্যে অন্য চমক দিলেন অদ্রিজা। স্টার প্লাসে আসছে তাঁর নতুন মেগা 'ইমলি ৩'।
এই অবধি তো সব ঠিক ছিল। তবে প্রোমো প্রকাশ্যে আসতেই ঘটল বিপত্তি। নতুন বাংলা সিরিয়াল 'লভ বিয়ে আজকাল'-র প্রোমোর সঙ্গে মিল পেলেন অনেকে। বাংলা মেগাটি আসছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায়। নতুন সিরিয়াল যেহেতু দুটি চ্যানেলই স্টার গ্রুপের, প্রথমে অনেকে মনে করেছিলেন দুই ধারাবাহিকের গল্প, চিত্রনাট্য হয়তো এক। বহু নেটিজেন দাবী করছেন, সরাসরি বাংলা মেগার নকল করছে হিন্দি ধারাবাহিকটি। তবে পরে জানা যায়, প্রোমোতে মিল থাকলেও, দুটি মেগার গল্প একেবারে ভিন্ন।
সাংবাদমাধ্যমকে অদ্রিজা বলেন, "ট্রেলার-মুক্তির পরে অনেকেই একথা জানিয়েছেন। শুনে আমিও স্টার জলসার নতুন ধারাবাহিকটি দেখেছি। হ্যাঁ, বেশ কিছু জায়গায় মিল রয়েছে। ব্যস, ওটুকুই। মূল গল্প কিন্তু অনেকটাই আলাদা।" তিনি আরও বলেন, "বাংলার গল্প নিয়েও আগেও হিন্দিতে কাজ হয়েছে। যদি তেমন কোনও মিল পাওয়া যায় তাতে তো কোনও সমস্যার কিছু নেই। তিন মাস টানা অডিশন দেওয়ার পর এই সুযোগটা পেয়েছি। সকলের আশীর্বাদ চাই। যাতে এই কাজটা সকলের ভাল লাগে।"
প্রসঙ্গত, 'পটল কুমার গানওয়ালা', 'বধূবরণ', 'সন্ন্যাসী রাজা', 'মৌ এর বাড়ি'-র মতো একের পর এক ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছেন অদ্রিজা। এছাড়াও 'পরিণীতা' ছবিতে মেহুল অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বোনের চরিত্র, 'বন্য প্রেমের গল্প', 'বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফ্রেন্ডস'-র মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী।