Ahona- Dipankar Wedding Photos: লুকিয়ে লিভ ইন পার্টনারকেই বিয়ে করেছেন 'মিশকা'! প্রকাশ্যে অহনা- দীপঙ্করের বিয়ের ছবি

Tollywood Gossips: বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করায়, তাঁকে কম কটাক্ষের সহ্য করতে হয়নি। এমনকী এই সম্পর্ক মেনে নেননি তাঁর মা। ফলে নিজের বাড়ি ছেড়ে দীপঙ্করের সঙ্গে সহবাস করতে শুরু করেন অহনা।

Advertisement
লুকিয়ে লিভ ইন পার্টনারকেই বিয়ে করেছেন 'মিশকা'! প্রকাশ্যে অহনা- দীপঙ্করের বিয়ের ছবি অহনা- দীপঙ্করের বিয়ের ছবি (সৌজন্যে: ইনস্টাগ্রাম)

টেলিপাড়ায় দারুণ জনপ্রিয় 'মিশকা'। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের খলনায়িকা মিশকা দর্শকদের গায়ে জ্বালা ধরাতে সফল হন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে, এই চরিত্রের জন্য তাঁকে কীভাবে গালমন্দ করেন নেটিজেনরা। অত্যন্ত জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত। এই মেগার মাধ্যমে তাঁর অভিনয়ে জগতে হাতেখড়ি। কেরিয়ারের শুরুতেই ছক্কা হাকিয়েছেন অহনা। প্রথম ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকের ঘরে ঘরে পৌঁছেছেন অভিনেত্রী। কেরিয়ারের শুরুতেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। এরই মধ্যে বড় পরিবর্তন আসে  তাঁর জীবনে। টলিউডে পা রেখেছেন অহনা। রাজ চক্রবর্তীর ছবি 'সন্তান'-র মাধ্যমে  বড় পর্দায় অভিষেক হয় তাঁর। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করে দারুণ প্রশংসিত হন টেলি অভিনেত্রী। নতুন বছরের শুরুতেই সকলকে দিলেন জীবনের বড় আপডেট। 

'অনুরাগের ছোঁয়া'-তে অভিনয় করতে করতেই রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান অহনা। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করায়, তাঁকে কম কটাক্ষের সহ্য করতে হয়নি। এমনকী এই সম্পর্ক মেনে নেননি তাঁর মা। ফলে নিজের বাড়ি ছেড়ে দীপঙ্করের সঙ্গে সহবাস করতে শুরু করেন অহনা। এমনকী সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে, দীপঙ্করকেই দায়ী করেন অহনার মা। ২০২৫-র প্রথম দিনই সকলকে সুখবর দিলেন নায়িকা। বিয়ে করেছেন দীপঙ্কর- অহনা। গত এক বছরের বেশি সময় ধরে তাঁরা বিবাহিত। তবে বিষয়টি পরিবার ও একেবারে কাছের বন্ধু- বান্ধব ছাড়া কেউই প্রায় জানতেন না। 

১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে আইনী বিয়ে সারেন জুটি। একেবারে ঘরোয়া ভাবেই সই- সাবুদ ছাড়াও, মালাবদল ও সিঁদুরদানের মাধ্যমে স্বামী- স্ত্রী হন তাঁরা। বিশেষ দিনে হাজির ছিলেন দীপঙ্করের পরিবারের লোকজন। কেক কেটে উদযাপন করেন জুটি। বর- কনে দু'জনেই এদিন সেজেছিলেন সাদা- লাল কম্বিনেশনের ট্রাডিশনাল সাজে। সোশ্যাল পেজে একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি শেয়ার করে খবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। আবেগঘন পোস্ট করে তিনি লেখেন, "প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ৬৫০ স্কোয়্যার ফুটের ভাড়া করা ফ্ল্যাটকে আমাদের ওয়েডিং ভেন্যু বানাই এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সকলে। ওর মা তখন জীবিত এবং উনি সেই দিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন। তার সঙ্গে ছিল আমাদের এক্সটেন্ডেড পরিবার মেঘনা দি এবং শুভদা এবং তাদের মা বাবারা। সেদিন আশীর্বাদ করার জন্য এই ক'জনের হাত উপস্থিত ছিল।" 

Advertisement

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @the_ahona_dutta_official

 

অহনা আরও লেখেন, "আমরা আমাদের মতো করে কিছু ছোট ছোট নিয়ম সেরেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে। অফিসিয়ালি ম্যারেড স্টেটাস পেয়েছিলাম। তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে বদলায়েনি কিছুই। হ্যাঁ একটু খুনসুটি আর ভালোবাসাটা বেড়েছে এই যা...। নতুন বছরে এই সুন্দর ভিডিওটা দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল...।"  

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @the_ahona_dutta_official

প্রসঙ্গত, বাংলা মেগাতে অভিনয়ের পাশাপাশি অহনা একজন নৃত্যশিল্পী। 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১ -র প্রতিযোগী ছিলেন তিনি। মা চাঁদনী গঙ্গোপাধ্যায় ও অহনার একসঙ্গে নাচ, নজর কেড়েছিল সকলের। নাচের রিয়্যালিটি শো শেষ হওয়ার পর অভিনয় জগতে পা রাখেন অহনা। তবে দীপঙ্করের হাত ধরে বাড়ি ছাড়ার পরে, মায়ের সঙ্গে সম্পর্ক তিক্ত হয় টেলি নায়িকার। 

 

POST A COMMENT
Advertisement