Ahona Dipankar Daughter Name: মেয়ের নাম প্রকাশ্যে আনলেন অহনা- দীপঙ্কর, কী রাখলেন?

Ahona Dutta Child: অহনা দত্ত ও দীপঙ্কর রায়ের পরিবারে এসেছে ছোট্ট অতিথি। কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। এরপর মুখ না দেখালেও, প্রায়ই একরত্তির ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন নতুন বাবা-মা। 

Advertisement
মেয়ের নাম প্রকাশ্যে আনলেন অহনা- দীপঙ্কর, কী রাখলেন? মীরার সঙ্গে অহনা -দীপঙ্কর (ছবি: ইনস্টাগ্রাম)

গত ২৮ জুলাই সুখবর আসে টলিপাড়ায়। মা হন টেলিভিশনের 'মিশকা'। অহনা দত্ত ও দীপঙ্কর রায়ের পরিবারে এসেছে ছোট্ট অতিথি। এদিন সন্ধ্যাবেলা কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। এরপর মুখ না দেখালেও, প্রায়ই একরত্তির ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন নতুন বাবা-মা। 

সেসময় নাম প্রকাশ্যে আনতে রাজি হননি। তবে মঙ্গলবার, জানালেন মেয়ের নাম। অহনা- দীপঙ্কর তাঁদের মেয়ের নাম রেখেছেন মীরা। রংমিলান্তি পোশাকে রয়েছেন জুটি। মা অহনার কোলে ছোট্ট মীরা। আদুরে এই ছবির সঙ্গে মেয়ের নামের মানে ব্যাখ্যা করেছেন অভিনেত্রী।

তিনি লিখেছেন, "সংস্কৃত ভাষায় এর অর্থ হতে পারে 'সমুদ্র', 'সমৃদ্ধ', অথবা 'শান্তি'। তুমি আমাদের ভালোবাসার সমুদ্র এবং আমাদের সর্বশ্রেষ্ঠ আনন্দ। তুমি আমাদের জীবনকে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ করে তোলো প্রতিদিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার নামকরণ করা হয়েছে তোমার ঠাকুরমা 'মীরা রায়'-র নামে, যিনি তোমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা বিশ্বাস করি যে, সে তোমার ভেতরে বাস করে এবং তোমাকে সবচেয়ে শক্তিশালী মেয়ে করে তুলবে।" 

 

 

২১ বছর বয়সে মা হয়েছেন অহনা। অন্ত:সত্ত্বা অবস্থায় মা হওয়ার আগের জার্নির নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতেন অহনা। খাওয়াদাওয়া, ঘুরতে যাওয়া, রান্নাবান্না থেকে কাজ সব কিছুর সাক্ষী রয়েছে নেটমাধ্যম। তাঁর সোশ্যাল পেজ জুড়ে রয়েছে বেবি বাম্পের ছবি, ভিডিও। সমুদ্র- সৈকতে বেবিমুনে গিয়ে সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন জুটি। 

'অনুরাগের ছোঁয়া'-তে অভিনয় করতে করতেই রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান অহনা। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করায়, তাঁকে কম কটাক্ষের সহ্য করতে হয়নি। এমনকী এই সম্পর্ক মেনে নেননি তাঁর মা চাঁদনি গঙ্গোপাধ্যায়। ফলে নিজের বাড়ি ছেড়ে দীপঙ্করের সঙ্গে সহবাস করতে শুরু করেন অহনা। এমনকী বারবার মেয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে, দীপঙ্করকেই দায়ী করেন অহনার মা। 

Advertisement

২০২৫-র প্রথম দিনই সকলকে সুখবর দেন দীপঙ্কর- অহনা। জানান, বিয়ে করেছেন তাঁরা। তবে বিষয়টি পরিবার ও একেবারে কাছের বন্ধু- বান্ধব ছাড়া আগে কেউই প্রায় জানতেন না। ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখে আইনী বিয়ে সারেন জুটি। একেবারে ঘরোয়া ভাবেই সই- সাবুদ ছাড়াও, মালাবদল ও সিঁদুরদানের মাধ্যমে স্বামী- স্ত্রী হন তাঁরা। বিশেষ দিনে হাজির ছিলেন দীপঙ্করের পরিবারের লোকজন। 

 

 

টেলিপাড়ায় দারুণ জনপ্রিয় 'মিশকা'। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের খলনায়িকা মিশকা দর্শকদের গায়ে জ্বালা ধরাতে সফল হন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে, এই চরিত্রের জন্য তাঁকে কীভাবে গালমন্দ করেন নেটিজেনরা। অত্যন্ত জনপ্রিয় এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত। এই মেগার মাধ্যমে তাঁর অভিনয়ে জগতে হাতেখড়ি। কেরিয়ারের শুরুতেই ছক্কা হাকিয়েছেন অহনা। প্রথম ধারাবাহিকের মাধ্যমে বাঙালি দর্শকের ঘরে ঘরে পৌঁছেছেন অভিনেত্রী। কেরিয়ারের শুরুতেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। এরই মধ্যে বড় পরিবর্তন আসে  তাঁর জীবনে। টলিউডে পা রেখেছেন অহনা। রাজ চক্রবর্তীর ছবি 'সন্তান'-র মাধ্যমে  বড় পর্দায় অভিষেক হয় তাঁর। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করে দারুণ প্রশংসিত হন টেলি অভিনেত্রী। 

প্রসঙ্গত, বাংলা মেগাতে অভিনয়ের পাশাপাশি অহনা একজন নৃত্যশিল্পী। 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১ -র প্রতিযোগী ছিলেন তিনি। মা চাঁদনী গঙ্গোপাধ্যায় ও অহনার একসঙ্গে নাচ, নজর কেড়েছিল সকলের। নাচের রিয়্যালিটি শো শেষ হওয়ার পর অভিনয় জগতে পা রাখেন অহনা। তবে দীপঙ্করের হাত ধরে বাড়ি ছাড়ার পরে, মায়ের সঙ্গে সম্পর্ক তিক্ত হয় টেলি নায়িকার।


 

POST A COMMENT
Advertisement