আরাত্রিকা - অভিষেক (ছবি: ফেসবুক)টলিপাড়ায় যেমন বহু সম্পর্ক ভাঙে, তেমন নতুন সম্পর্কের গুঞ্জনও শোনা যায় প্রায় নিত্যদিন। শিরোনামে আরাত্রিকা মাইতি। কর্মজীবনের বাইরে, ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় রয়েছেন তিনি। স্টুডিও পাড়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনা, প্রেম ভেঙেছে আরাত্রিকা ও আর্য দাশগুপ্তর। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কি নতুন ছবি বা মেগার কাজ চলতে চলতেই দূরত্ব বাড়ল দু'জনের? নাকি কোনও তৃতীয় ব্যক্তির আগমনে তিক্ততা বাড়ল? ধীরে ধীরে খোলসা হচ্ছে, এই সব প্রশ্নের উত্তর।
সিনেপাড়ায় ফিসফাস, পর্দার নায়কের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি কারণ আর্য- আরাত্রিকার ব্রেকআপের। নায়িকার কাছের সূত্রের দাবি, 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের নায়ক অভিষেক বীর শর্মার সঙ্গে লুকিয়ে প্রেমে মগ্ন আরাত্রিকা। যদিও কিছু জন আবার দাবি করছেন, সৃজিত মুখোপাধ্যায়ের ছবির 'শ্রীচৈতন্যদেব’ দিব্যজ্যোতি দত্তর বিপরীতে অভিনয় করতে গিয়েই নাকি তাঁর মন কিছুটা মজেছে অন্যত্র।
যদিও এবিষয়ে অভিনেত্রী এখনও মন্তব্য করেননি। তবে সম্প্রতি তাঁর জন্মদিনে পোলারাইড ক্যামেরা উপহার দিয়েছেন অভিষেক। এছাড়া ধারাবাহিকের টিম মন্দারমণির পিকনিকে গিয়েছিল। সেখানেই জন্মদিন উদ্যাপনের ফাঁকে, কিছুটা একান্তে সময় কাটাতে দেখা যায় চর্চিত নতুন 'লাভ বার্ডস'কে। সেই ভিডিও আবার নিজেই সকলের সঙ্গে শেয়ার করেছেন আরাত্রিকা। যদিও মেগা সিরিয়াল হিট করাতে, নায়ক- নায়িকাদের অনেক কিছুই করতে হয় আজকাল। অনেকে আবার মনে করছেন, এই ধারাবাহিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে, এটা তাঁদের নতুন কৌশল হতে পারে।
প্রেম জীবন নিয়ে প্রশ্ন উঠতেই সংবাদমাধ্যমকে আরাত্রিকা বলেন, "সবাই আমার প্রেমজীবন সম্পর্কে জানতেই আগ্রহী। কেউ জানেন না, মা-বাবা ছাড়া যৌথ পরিবারের কেউ আমার পেশাজীবনকে সমর্থন করেন না! ঝাড়গ্রামের বাসিন্দারাও উৎসাহ জানায়নি। অথচ, একই অ়ঞ্চলের অন্যান্য অভিনেত্রীদের প্রতি তাঁরা প্রচণ্ড ইতিবাচক! প্রকাশ্যে তাঁদের সমর্থনও করা হয়।" তিনি আরও বলেন, "আমার পরিবার যৌথ। বাড়িতে আরও অনেক সদস্যের বাস। অভিনয় করব শুনে বাকিরা বলেছিলেন, খুব নোংরা জায়গায় কাজ করতে যাচ্ছিস। তিন নম্বর ধারাবাহিকের মাথায় বড়পর্দায় সুযোগ পেলাম। বড়দিন সেই ছবি মুক্তি পেতে চলেছে। মা-বাবা ছাড়া কেউ পাশে নেই!"
বেশ কিছুদিনের চর্চার পর, ২০২৪ নাগাদ এক প্রকার সিলমোহর পড়ে আরাত্রিকা ও আর্যর সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবিও শেয়ার করেন। এমনকী ২০২৪-র বিজয়ায় একসঙ্গে রং-মিলান্তি করা পোশাক পরে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরা। ডিসেম্বরে নায়িকার জন্মদিন। গত বছরের জন্মদিনে ছিল একেবারে ভিন্ন চিত্র। বিশেষ উদযাপনেও সামিল হয়েছিলেন আর্য। তবে এক বছরের মধ্যেই সবটা পাল্টে গেল। এবারের জন্মদিন আরাত্রিকার কাটে সিরিয়ালের সহকর্মীদের সঙ্গে মন্দারমণিতে পিকনিকে। সেখানে যাওয়ার পথে মধ্য রাত থেকেই উদযাপন শুরু হয়। বার্থডে গার্লের মুখে একগাল হাসি থাকলেও, তাঁকে নিয়ে কোনও পোস্ট করেননি আর্য। আর তারপর থেকেই সন্দেহ হয় অনেকের। আর্যর প্রোফাইলে ঢুঁ মেরে দেখা যায়, দু'জনের প্রায় সব ছবিই আর নেই।
প্রসঙ্গত, বর্তমানে বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম আরাত্রিকা মাইতি। একুশ বছর বয়সী এই অভিনেত্রী প্রথম নজর কাড়েন 'খেলনা বাড়ি' মেগার মাধ্যমে। এরপর 'মিঠিঝোরা'এ 'রাইপূর্ণা' চরিত্রে ফের সকলের মন জয় করেন তিনি। এখন তিনি কাজ করছেন 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে। ঝাড়গ্রামের মেয়ে দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন।