Dipannita Rakshit Marriage: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'খুকুমণি' দীপান্বিতা, পাত্র সিনে দুনিয়ার কেউ?

Actress Dipannita Rakshit News: স্টুডিওপাড়ায় খবর ছিল, নতুন ধারাবাহিকে কাজ করবেন তিনি। এরই মধ্যে মিলল সুখবর। নতুন জীবনে পা রাখতে চলেছেন অভিনেত্রী।

Advertisement
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন  'খুকুমণি' দীপান্বিতা, পাত্র সিনে দুনিয়ার কেউ? দীপান্বিতা রক্ষিত (ছবি: ফেসবুক)

টেলিপাড়ায় ফের সানাই বাজতে চলেছে। বিয়ে করতে চলেছেন দীপান্বিতা রক্ষিত। স্টুডিওপাড়ায় খবর ছিল, নতুন ধারাবাহিকে কাজ করবেন তিনি। এরই মধ্যে মিলল সুখবর। নতুন জীবনে পা রাখতে চলেছেন অভিনেত্রী। পাত্র কি সিনে দুনিয়ারই কেউ? কবে বিয়ে? রইল সবিস্তারে। 

'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছিলেন দীপান্বিতা রক্ষিত। তাঁর 'পেঁপে দিয়ে চেপে...' সংলাপ আজও জনপ্রিয়। জানা যাচ্ছে, এবছরই বিয়ে করবেন অভিনেত্রী। তবে সামাজিক বিয়ে নয়, আপাতত আইনী বিয়ে সারবেন। পাত্র গৌরব দত্ত। যদিও বিনোদন দুনিয়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। গৌরব পেশায় একজন পশু চিকিৎসক। 

টলিপাড়ায় গুঞ্জন, দীপান্বিতা এবং গৌরব দুজনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা। অভিনেত্রীর বাড়িতে একাধিক সারমেয় রয়েছে। তাদের চিকিৎসার জন্যই গৌরবের কাছে নিয়মিত যাতায়াত ছিল তাঁর। সেখান থেকেই আলাপ এবং ধীরে ধীরে শুরু হয় বন্ধুত্ব। পরবর্তীকালে তা প্রেমে পরিণত হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে ওটিটি-তে কাজ করেছেন। স্টার জলসার 'খুকুমণি হোম ডেলিভারি' মেগা সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর বেজায় মন খারাপ ছিল 'খুকুমণি'র ফ্যানেদের। সান বাংলার একটি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। মেগার কাজ ছাড়াও, রাজদীপ ঘোষের পরিচালনায় 'প্রফেসর সেনগুপ্ত' ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী। 

শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ভাবে পর্দায় ফিরতে চলেছেন সকলের প্রিয় 'খুকু'। এই সিরিয়ালে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন শুভ্রজিৎ সাহা । স্টার জলসার এই ধারাবাহিকের নাম হতে পারে 'আমি শুধু চেয়েছি তোমায়'। এখন সবটাই সিলমোহরের অপেক্ষা। 

 

POST A COMMENT
Advertisement