জিতু -দিতিপ্রিয়াবেশ কিছু মাস ধরে শিরোনামে 'চিরদিনই তুমি যে আমার'। গল্প, টিআরপি নয়, ধারাবাহিকের নায়ক- নায়িকার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরে বারবার আলোচনায় আসে এই ধারাবাহিক। এর আগে সমস্যা হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ চলতে থাকে পর্দার অপর্ণা- আর্যর। সম্প্রতি ফের সামনে আসে দুই অভিনেতার দ্বন্দ্ব। সমস্যা এতটাই বাড়ে যে, ফেডারেশনের সঙ্গে মিটিংয়ে বসতে হয়। এরপর থেকেই স্টুডিওপাড়ায় শোনা যায় নানা কথা। এরপর থেকেই সকলের মনে একটাই প্রশ্ন ধারাবাহিক ছাড়ছেন জিতু কমল?
সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন জিতু। অভিনেতা অনুগামীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন নেটমাধ্যমে। শুধু তাই দিতিপ্রিয়া রায়কে তীব্র কটাক্ষ করা শুরু করেন তারা। টলিপাড়ায় এই গুজবও ছড়িয়ে যায়, জিতু মেগা ছেড়েছেন এবং তাঁর জায়গায় নাকি দেখা যাবে রণজয় বিষ্ণুকে। অবশেষে সব প্রশ্ন- কৌতূহল- জল্পনায় ইতি টানলেন জিতু। কী সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, জানিয়ে দিলেন সকলকে।
আর পড়ুন: রেটিং চার্টে বড় টক্কর সব মেগার মধ্যে, এবার বেঙ্গল টপার কে?
বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে জিতু লেখেন, "২০০৮ থেকে আমি ক্যামেরার সামনে কাজ শুরু করি। ২০০৮ থেকে আজ ২০২৫-এর শেষ লগ্ন পর্যন্ত আমি যতটুক প্রতিষ্ঠা পেয়েছি তার ৮০% ক্রেডিট আমাদের টেকনিশিয়ান দাদা-বন্ধুদের। বাড়িয়ে বলছি না বা বিনয় দেখাচ্ছি না। সেটা আমার ফ্লোরে এসে টেকনিশিয়ানদের জিজ্ঞেস করুন। বিশেষত, টিভির কাজে কোনও কোনও চরিত্র ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নেয় আর সেখানে মহিলা চরিত্র-এর সংখ্যাই বেশি। কিছু কিছু ব্যতিক্রম পুরুষ চরিত্র তৈরি হয় যেমন- সাধক বামাক্ষ্যাপা, অরণ্য সিংহ রায়,মল্লার সেন ইত্যাদি। তেমন, জি বাংলা এবং এসভিএফ- এর প্রযোজনায় এবং অমিত সেনগুপ্তর পরিচালনায় 'আর্য সিংহ রায়' এই চরিত্রটি বহুদিন বাদে পুরুষ চরিত্র হিসেবে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এর পুরো ক্রেডিটতো লেখক, প্রযোজক, পরিচালকের আর সর্বোপরি আমার ভগবান দর্শকের"
আর পড়ুন: 'পরের সিন আগে থেকে বলে দিতে পারি...,' বাংলা সিরিয়াল নিয়ে আর কী বললেন মমতা ?
অভিনেতা আরও লেখেন, "ভনিতা না করে বলি, শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও 'চিরদিনই তুমি যে আমার' প্রোজেক্টটিতে জয়েন করতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করব বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম। হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি।" এই খবর পেয়ে দারুণ খুশি অভিনেতার ভক্তরা। তবে নিন্দুকেরা বলছেন, এটা নাকি টিআরপি বাড়ানোর প্রচার কৌশল। যদিও এই ক্টুক্তির কোনও জবাব এখনও অবধি দেননি অভিনেতা।
আর পড়ুন: বাংলা ছবির ভাষা বদলেছিল! বক্স অফিসে কতটা আয় করেছিল 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'?
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল নিয়ে একের পর এক সমস্যা দেখা যাচ্ছিল। জিতু সুস্থ হয়ে ফ্লোরে ফেরার পর থেকেই সমস্যার সৃষ্টি হয়। অভিযোগ, জিতুকে দীর্ঘক্ষণ সেটে বসিয়ে রেখে দেরি করে আসেন দিতিপ্রিয়া। তারপরেই নাকি তিনি সেট ছেড়ে উঠে যান। তাতেই অপমানিত বোধ করেন নায়িকা। শুধু তাই নয়, দিতিপ্রিয়া এও জানিয়ে দেন যে, তিনি জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। আর এই নিয়েই ফের নতুন করে জলঘোলা শুরু হয়। দিতিপ্রিয়া এই নিয়ে মুখ না খুললেও জিতু সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।