আদৃত রায়বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ আদৃত রায়। 'মিঠাই' শেষ হওয়ার পরে দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন। এরপর 'মিত্তির বাড়ি' মেগার মাধ্যমে সকলের মন জয় করেন তিনি। সে ধারাবাহিক শেষ হয়েছে বেশ কিছু মাস হল। প্রিয় অভিনেতাকে আবারও পর্দায় দেখার আবদার জানাচ্ছেন অনুগামীরা। সে প্রমাণ মেলে সোশ্যাল পেজে চোখ রাখলেই। তবে এবার টেলিপাড়ায় শুরু হয়েছে নয়া জল্পনা। ঘর পাল্টাচ্ছেন আদৃত?
দর্শকদের মনে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন 'মিঠাই' ধারাবাহিকের চরিত্ররা। যার মধ্যে 'উচ্ছেবাবু' ওরফে সিদ্ধার্থ মোদকের জনপ্রিয়তার মাত্রা একেবারে অন্য পর্যায়। সেই প্রমাণ মেলে অভিনেতার একাধিক ফ্যান ক্লাবের দিকে চোখ রাখলেই। এর পর তিনি সকলের মনের আরও কাছের হয়ে ওঠেন 'মিত্তির বাড়ি'-র 'ধ্রুব' চরিত্রের মাধ্যমে। আদৃতপ্রেমীরা এখন তাকিয়ে আছে, তাঁর নতুন ধারাবাহিকের দিকে। টলিপাড়ার অন্দরে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। এবার ফের বাংলা মেগা সিরিয়ালে দেখা যাবে আদৃতকে।
স্টুডিয়ো পাড়ার খবর, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের জন্য ভাবা হচ্ছে আদৃতকে। তবে এবার নাকি জি বাংলা নয়, স্টার জলসার পর্দায় দেখা যাবে অভিনেতাকে। শোনা যাচ্ছে, ‘এসভিএফ’ প্রযোজিত নতুন ধারাবাহিকের নায়ক হচ্ছেন তিনি। আদৃতর বিপরীতে এর আগে সৌমিতৃষা কুন্ডু ও পারিজাত চৌধুরী কাজ করে্ছেন। তবে এবার তাঁর নায়িকা কে, তা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, নতুন মুখ নেওয়ার কথা আলোচনা হচ্ছে। অভিনেতা বা চ্যানেলের তরফ থেকে এই খবরে এখনও সিলমোহর মেলেনি।
ছোট পর্দায় দারুণ হিট আদৃত। অন্যদিকে তাঁর 'পাগল প্রেমী' ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। অভিরূপ ঘোষের পরিচালনায় প্রেমের এই ছবিতে আদৃতের নায়িকা মুনমুন রায়। বাণিজ্যিক এই ছবিটি তৈরি হচ্ছে এসফিএফ-র ব্যানারে। অনেকটাই শ্যুটিং শেষ, তবে কিছু গানের দৃশ্য ও কয়েকটা ছোট শট বাকি। শোনা যাচ্ছিল, গত বছরই মুক্তি পাবে ছবিটি। তবে টলিপাড়ার গুঞ্জন, সেই কাজ নাকি প্রশ্নচিহ্নের মুখে! স্টুডিও পাড়ার খবর, আদৃতের উপর চটে রয়েছেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। ফলস্বরূপ এবছর মুক্তি পাওয়া তো দূর, এই ছবির ভবিষ্যৎ কী হবে বলা যাচ্ছে না এখনই।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃতর প্রথম ছবি 'নূর জাহান’। এরপরে 'প্রেম আমার ২' ছবিতেও মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা। 'পাসওয়ার্ড', 'পরিণীতা'-র মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। তবে বড় পর্দার থেকে ছোট পর্দায় বেশি জনপ্রিয়তা পান অভিনেতা। এবার দেখার নতুন নায়িকার সঙ্গে তাঁর জুটি কতটা পছন্দ করে দর্শক।