Koel Mallick Film Box Office Collection: এখনও 'হাউজফুল' যাচ্ছে শো! কতটা সফল 'স্বার্থপর'? জানুন কোয়েলের ছবির বক্স অফিস রিপোর্ট কেমন

Box Office Collection: সপ্তাহের কর্মব্যস্ত দিনেও বেশ কিছু সিনেমা হলের বাইরে ঝুলেছে 'হাউজফুল' বোর্ড'। এখন পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ হল, তা নিয়ে অনেকেই মনেই কৌতূহল রয়েছে।

Advertisement
এখনও 'হাউজফুল' যাচ্ছে শো! কোয়েলের 'স্বার্থপর' ছবির বক্স অফিস রিপোর্ট কেমন?   'স্বার্থপর'-র বক্স অফিস রিপোর্ট

দুর্গাপুজোর আগে মুক্তি পেয়েছিল চারটি বাংলা ছবি। ইন্ডাস্ট্রির ঐক্য নিয়ে নানা কথা হলেও, এক্ষেত্রে ঠান্ডা লড়াই বা নাম না করে বাকযুদ্ধ, অভিযোগ- পাল্টা অভিযোগ কারও চোখ এড়াইনি। এখনও কিছু প্রেক্ষাগৃহে সেই ছবিগুলির মধ্যে কিছু কিছু চলছে। যে কোনও উৎসব মানেই ঘোরাঘুরি, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি।

এবছর কালীপুজোয় মুক্তি পেয়েছে একটি বাংলা ছবি। তাবড় অভিনেতাদের নিয়ে কিছুটা নিরাপদ সময়ে মুক্তি পেলেও, বাকি দক্ষিণী ও হিন্দি ছবির সঙ্গে টেক্কা দিতে হয়েছে শুরু থেকে। তবে এই ছবির প্রতিক্রিয়া কিংবা রিভিউ বেশ ইতিবাচক।

সপ্তাহের কর্মব্যস্ত দিনেও বেশ কিছু সিনেমা হলের বাইরে ঝুলেছে 'হাউজফুল' বোর্ড'। এখন পর্যন্ত কতটা লক্ষ্মীলাভ হল, তা নিয়ে অনেকেই মনেই কৌতূহল রয়েছে। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'স্বার্থপর'  বাংলা ছবির এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন কেমন।

 ছবি: স্বার্থপর

* প্রযোজনা সংস্থা: সুরিন্দর ফিল্মস  
 
* পরিচালক: অন্নপূর্ণা বসু 

* অভিনয়ে: কোয়েল মল্লিক, কৌশিক সেন, রঞ্জিত মল্লিক, অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ চক্রবর্তী 

বক্স অফিস কালেকশন 

* বিশ্বব্যাপী নেট কালেকশন- ১.২৫ কোটি  

* ভারতে নেট কালেকশন- ১.১২ কোটি 

* বাংলায় নেট কালেকশন- ১.২৫ কোটি

মুক্তির পরে প্রথম দিনে 'স্বার্থপর'-র কালেকশন ছিল ০.০৭ কোটি, দ্বিতীয় দিনে এই ছবির কালেকশন ছিল ০.০৫ কোটি এবং তৃতীয় দিনে কালেকশন ছিল ০.০৯ কোটি। কালীপুজো ও ভাইফোঁটার সময়কালে কোয়েলের এই ছবিটির লক্ষ্মীলাভ বিশ্বব্যাপী নেট কালেকশন- ০.২৩ কোটি। 

প্রসঙ্গত, দীর্ঘদিন পরে পারিবারিক ছবিতে কাজ করলেন কোয়েল মল্লিক। নিশপাল সিংয়ের প্রযোজনায়, সুরিন্দর ফিল্মসের ব্যানারে মুক্তিপ্রাপ্ত 'স্বার্থপর' ড্রামা-ইমোশন ঘরানার৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবির প্রথম ঝলক এবং এরপর টিজার- ট্রেলার মুক্ত পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement