Chandni Saha Viral Post: 'সিঁদুর হল চয়েজ...' অবিবাহিত চাঁদনীর শাঁখা, পলা, সিঁদুরে দুর্গা বরণ! নিন্দার ঝড় নেটমাধ্যমে

Tollywood Gossips: দশমীর একটি প্রধান উৎসব দেবীর বর্ণ ও সিঁদুর খেলা। চাঁদনী সাহাও দেবী দুর্গাকে বরণ করলেন এদিন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই বিতর্কের ঝড়।

Advertisement
অবিবাহিত চাঁদনীর শাঁখা, পলা, সিঁদুরে দুর্গা বরণ! নিন্দার ঝড় নেটমাধ্যমে চাঁদনী সাহা (ছবি: ফেসবুক)

দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর। ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানায়। ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব। তারকারাও দশমীতে মেতেছিলেন সিঁদুর খেলায়।  

উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। তাই তো জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। দশমীর একটি প্রধান উৎসব দেবীর বর্ণ ও সিঁদুর খেলা। চাঁদনী সাহাও দেবী দুর্গাকে বরণ করলেন এদিন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই বিতর্কের ঝড়। এরপর নেটমাধ্যমে এপ্রসঙ্গে সাফাই দেন টেলি অভিনেত্রী। ঠিক কী ঘটেছে?

সোশ্যাল মিডিয়ায় দেবী বরণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন চাঁদনী। যেখানে দেখা যাচ্ছে, শাড়ি ও গা ভর্তি গয়না পরে আছেন তিনি। তবে সকলের চোখ আটকেছে তাঁর সিঁথির সিঁদুর, হাতের শাঁখা- পলাতে। কারণ তিনি অবিবাহিত বলেই জানেন সকলে। পর্দায় একাধিকবার বিয়ে করলেও, বাস্তবে অবিবাহিত মহিলার বিবাহিতদের মতো আচরণ মেনে নেননি অনেকেই। কমেন্ট বক্সে অভিনেত্রীকে নেতিবাচক মন্তব্যে ভরিয়েছেন অনেকেই। যদিও সেই মন্তব্য মুছে দিয়েছেন তিনি। 

 

চরম কটাক্ষ দেখে ফেসবুকে একটি পোস্ট করেন চাঁদনী। অভিনেত্রী লেখেন, "আমার বিয়ে হয়নি। আমি সিঁদুর খুব ভালোবাসি তাই পরেছি। সিরিয়াল করতে করতে হাজারবার পরেছি তাই আমার কিছু যায় আসে না। বিবাহিতরা অনেক সময় নাই পরতে পারে। সেটা তাদের চয়েজ। আর আমার বিয়ে হয়নি তাও পরেছি সেটাও আমার চয়েজ। বিয়ে হয়ে গেলে হয়তো ইচ্ছে সেরকম নাও করতে পারে। কিছু বলা যায় না। মোট কথা সিঁদুর হল চয়েজ। এত কথা বলতাম না, সবাই জিজ্ঞেস করছে তাই পরিষ্কার করলাম।" 

Advertisement

 

 

চাঁদনীর এই পোস্টের কমেন্ট বক্সেও তাঁকে গালমন্দ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, "কত রঙ্গ দেখতে হবে তোমাদের মত কিছু মানুষ জন দের দেখে। সিঁদুর নাকি ইচ্ছে হয়েছে পড়েছে।" আরেক নেটিজেন লিখেছেন, "অসভ্য ও অশিক্ষিতদের কাছে সিঁদুর চয়েজ হতে পারে। সভ্য ও ভদ্রদের কাছে এটা বাধ্যতামূলক এবং দায়িত্ব।" 

প্রসঙ্গত, হিন্দু ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ছাড়া হিন্দু ধর্মে কোনও শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না। দেবতাদের অলংকরণে সিঁদুর ব্যবহার করা হয়। বিবাহিত মহিলারাও সিঁদুর পরেন। পুরাণ ও বাস্তু মতে বিশ্বাস করা হয়, মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে।
 

POST A COMMENT
Advertisement