Mahalaya On Television Actress as Devi Durga: ফের মহিষাসুরমর্দিনী কোয়েল! মহালয়ায় দুর্গা রূপে টেক্কা দেবেন ২ টেলি নায়িকা

Mahalaya 2025: মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। 

Advertisement
ফের মহিষাসুরমর্দিনী কোয়েল! মহালয়ায়  দুর্গা রূপে টেক্কা দেবেন ২ টেলি নায়িকা  দুর্গা রূপে কোয়েল, পায়েল, ইধিকা

শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর মাস খানেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে ৭ সেপ্টেম্বর। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। 

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে কৌতূহল থাকে। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া।

এবছর ফের জি বাংলার দুর্গা সাজবেন অভিনেত্রী ইধিকা পাল। অনুষ্ঠানের নাম 'জাগো মা জাগো দুর্গা'। টলি নায়িকা ছাড়াও জি বাংলার অন্যান্য নায়িকাদের দেখা যাবে দেবীর অনান্য রূপে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। এর আগে এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে  দেবী চামুণ্ডা ও দেবী চন্ডিকা রূপে দেখা গিয়েছে ইধিকাকে। তবে মহিষাসুরমর্দিনী রূপে নায়িকাকে এই প্রথম দেখা যাবে।  

 

 

অন্যদিকে স্টার জলসার মহালয়ার অনুষ্ঠান 'মাতৃরূপেণ সংস্থিতা'-তে দেবী দুর্গা রুপে দেখা যাবে কোয়েল মল্লিককে। তবে রয়েছে আরও চমক। দুর্গার অন্য রূপে দেখা যাবে এই চ্যানেলের অন্যান্য অভিনেত্রীদের। প্রোমো সামনে আসার পর থেকেই ভাল প্রতিক্রিয়া মিলেছে। এর আগেও একাধিকবার দেবী দুর্গা রূপে সকলের মনের কাছে পৌঁছেছেন কোয়েল মল্লিক। ২০১৫ সালে জি বাংলার 'মহিষাসুরমর্দিনী' -তে তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। এর দু'বছর পর ২০১৭ সালে স্টার জলসার 'দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানে দুর্গা সেজেছিলেন নায়িকা। পরের দু'বছর, অর্থাৎ ২০১৮, ২০১৯, ২০২১, ২০২৩ ও ২০২৪ সালেও মহালয়াতে দেবী দুর্গা রূপে সামনে আসেন তিনি। 

Advertisement

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

এবছর সান বাংলাতে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে পায়েল দে-কে। এই চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানের নাম 'অকাল বোধন'। পায়েলকে অনেকবারই দুর্গা রূপে টেলিভিশনের পর্দায় দেখা গেছে এর আগে। মাঝে কিছু বছর বিরতি ছিল। সান বাংলার হাত ধরে ফের অভিনেত্রীকে মহিষাসুরমর্দিনী রূপে দর্শক দেখতে চলেছে। 

 

 

'মহিষাসুরমর্দিনী' -তে দুর্গা রূপে সামনে আসা এতটাই কঠিন কাজ যে, একটু এদিক -ওদিক হলেই তীব্র সমালোচনার ভয় থাকে। কিন্তু দুর্গা রূপে কোয়েল যথেষ্ট সাবলীল। এদিকে পায়েলও একাধিকবার দুর্গা সেজেছেন। মহিষাসুরমর্দিনী রূপে ইধিকার হাতেখড়ি হলেও, তাঁর জনপ্রিয়তা দারুণ। টেলিভিশন থেকে উঠে আসা নায়িকা এখন বড় পর্দায় চুটিয়ে কাজ করছেন।   
 

POST A COMMENT
Advertisement