গৌরব ও দীপান্বিতা (ছবি: ইনস্টাগ্রাম) টেলিপাড়ায় ফের সানাই বাজল। বিয়ে করলেন দীপান্বিতা রক্ষিত। 'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছিলেন দীপান্বিতা। তাঁর 'পেঁপে দিয়ে চেপে...' সংলাপ আজও জনপ্রিয়। নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী। পাত্র কি সিনে দুনিয়ারই কেউ?
আজতক বাংলা আগেই জানিয়েছিল, এবছরই বিয়ে করবেন অভিনেত্রী। সেই কথা মতোই, সামাজিক বিয়ে নয়, আপাতত আংটি বদল করে, আইনী বিয়ে সারলেন। পাত্র গৌরব দত্ত। যদিও বিনোদন দুনিয়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। গৌরব পেশায় একজন পশু চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় আইনী বিয়ের ছবি সকলের সঙ্গে ভাগ করেছেন টেলি নায়িকা। এক রেস্তরাঁয় বিয়ের এই অনুষ্ঠানটির আয়োজন হয় একেবারে কাছের মানুষদের পাশে নিয়ে।
এদিন বর- কনে ট্যুইনিং করে পোশাক পরেছেন। দু'জনেই বিশেষ দিনের জন্য বেছে নিয়েছেন ট্রাডিশনালওয়্যার। দীপান্বিতার পরনে শাড়ি এবং গৌরব পরেছেন পঞ্জাবি। এনগেজমেন্ট রিং ফ্লন্ট করে সেই মুহূর্ত লেন্সবন্দি করেছেন তাঁরা। ছবিগুলি শেয়ার করে নায়িকা লিখেছেন, আইনীভাবে তিনি বিবাহিত।
টলিপাড়ায় গুঞ্জন, দীপান্বিতা এবং গৌরব দুজনেই নাকি বাঁকুড়ার বাসিন্দা। অভিনেত্রীর বাড়িতে একাধিক সারমেয় রয়েছে। তাদের চিকিৎসার জন্যই গৌরবের কাছে নিয়মিত যাতায়াত ছিল তাঁর। সেখান থেকেই আলাপ এবং ধীরে ধীরে শুরু হয় বন্ধুত্ব। পরবর্তীকালে তা প্রেমে পরিণত হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় দেখা যায়নি তাঁকে। মাঝে ওটিটি-তে কাজ করেছেন। স্টার জলসার 'খুকুমণি হোম ডেলিভারি' মেগা সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর বেজায় মন খারাপ ছিল 'খুকুমণি'র ফ্যানেদের। সান বাংলার একটি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। মেগার কাজ ছাড়াও, রাজদীপ ঘোষের পরিচালনায় 'প্রফেসর সেনগুপ্ত' ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ভাবে পর্দায় ফিরতে চলেছেন সকলের প্রিয় 'খুকু'। এই সিরিয়ালে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করবেন শুভ্রজিৎ সাহা । স্টার জলসার এই ধারাবাহিকের নাম হতে পারে 'আমি শুধু চেয়েছি তোমায়'। এখন সবটাই সিলমোহরের অপেক্ষা।