শুরু হয়েছে আরও এক বাংলা ধারাবাহিক, 'হয়তো তোমারই জন্য' (Hoytoh Tomari Jonno)। প্রেমের গল্পে গাঁথা এই মেগার মুখ্য চরিত্রে রয়েছেন জিতু কমল (Jeetu Kamal) ও সম্পূর্ণা মণ্ডল (Sampurnaa Mandal)। এছাড়াও রয়েছেন একঝাঁক টলি পাড়ার পরিচিত শিল্পীরা।
জনপ্রিয় আইনজীবি আদিত্য নারায়ণ লাহিড়ীর পরিবারের সকলেই উচ্চ শিক্ষিত। বাবা শিব নারায়ণ লাহিড়ী বিচারপতি এবং দাদা ইন্দ্র নারায়ণ লাহিড়ীও আইনজীবি। মা সংযুক্তা লাহিড়ী সমাজকর্মী এবং বৌদি স্বাতি একজন কর্মরতা মহিলা। অনদিকে জাহ্নবী ব্যানার্জী ওরফে জয়ী একদম মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে। সে তাঁর মা ও দুই বোনের সঙ্গে থাকে। মা অনুপমা একজন নার্স।
জীবনের খুব খারাপ একটা অতীত রয়েছে জয়ীর। ২০ বছর আগে তাঁদের বাবা তিন মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলেন কারণ তিনি ছেলে চাইতেন। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জয়ীর জীবনের লক্ষ্য সে তাঁর বাবাকে উপযুক্ত শাস্তি দেবেন। তাই সে আইনজীবী ভবতোষ লাহিড়ীর অধীনে ইন্টার্নশিপ করছেন।
আদি ও জয়ীর আদালতে দেখা হয়। ভবতোষ লাহিড়ীর হয়ে জয়ী জিতে যান। দু'জনে কি দু'জনের প্রেমের পড়বেন? কীভাবে জয়ী তাঁর বাবার সাজার ব্যবস্থা করবেন? একদিকে প্রতিশোধের আগুন আর অন্যদিকে প্রেমের হাতছানি! তা নিয়েই গল্প এগোবে...
জয়ী চরিত্রে সম্পূর্ণা মন্ডল ও আদির চরিত্রে জিতু কমল অভিনয় করছেন। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে বিপ্লব দাশগুপ্ত, পলাশ গাঙ্গুলী, চৈতি ঘোষাল, সৌরভ চ্যাটার্জী, সায়ন্তনী সেনগুপ্ত, চুমকি চৌধুরী, বোধিসত্ত্ব মজুমদার, কৃষ্ণকিশোর মুখার্জী, শিল্পা ও সোমাশ্রীর মতো অভিনেতা- অভিনেত্রীদের।
গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর পর্বগুলি থেকেই দর্শকদের তরফে ভালো সাড়া মিলছে। সোম থেকে শনিবার , সন্ধ্যা ৭.৩০ টায় আকাশ ৮ - চ্যানেলে দেখা যাবে 'হয়তো তোমারই জন্য'।