Jeetu Kamal Ditipriya Roy Problems: চাপানউতোর- ঠান্ডা লড়াইয়ের অবসান! সব 'মিটমাট' হল জিতু- দিতিপ্রিয়ার?

Bengali Television Gossips: সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে জোর হইচই। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি দুই মুখ্য অভিনেতার ব্যক্তিগত সমস্যার জেরে, শেষ হয়ে যাবে 'চিরদিনই তুমি যে আমার'? এই নিয়ে, নানা জল্পনা রটেছিল।

Advertisement
চাপানউতোর- ঠান্ডা লড়াইয়ের অবসান! সব 'মিটমাট' হল জিতু- দিতিপ্রিয়ার? জিতু -দিতিপ্রিয়া (ছবি: ফেসবুক)

গত কয়েকদিন শিরোনামে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। অভিযোগ- পাল্টা অভিযোগ, ঠান্ডা লড়াই চলছিল পর্দার অপর্ণা ও আর্যর মধ্যে। যদিও গোটা বিষয়টি পর্দায় নয়, বাস্তবে। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে জোর হইচই। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি দুই মুখ্য অভিনেতার ব্যক্তিগত সমস্যার জেরে, শেষ হয়ে যাবে 'চিরদিনই তুমি যে আমার'? এই নিয়ে, নানা জল্পনা রটেছিল। তবে অবশেষে অভিমানের বরফ গলে, প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে মিটমাট হল জিতু- দিতিপ্রিয়ার।  

গুঞ্জন উঠেছিল, এই বিতর্কের জেরে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দিতিপ্রিয়া। শুধু তাই নয়, এক সপ্তাহের মধ্যেই নাকি শেষ হবে মেগাটি। এরই মধ্যে শুক্রবার সকালে জিতু একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা লেখেন, "ময়দান ছেড়ে ভীতু, অসৎ,মিথ্যেবাদীরা,পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রোডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ। প্রফেশনাল এবং পারসোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি। আর্টিস্টের প্রোজেক্ট ছাড়ার একমাত্র কারণ  'ব্রিচ অফ কন্ট্রাক্ট', সেটাও তো এখনও হয় নি।" এই পোস্ট দেখার পর, ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আরও চর্চা শুরু হয়।

 

Ditipriya Roy

 

এরই মধ্যে এল সুখবর। এদিনে সন্ধ্যাবেলা একে একে পোস্ট করলেন দুই অভিনেতা। প্রথমে দিতিপ্রিয়া লেখেন, "প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।" এরপর সেই পোস্টটি শেয়ার করে জিতু লেখেন, "আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা। আমিই সেরা। আমরা সেরা।" এই পোস্ট দেখা মাত্রই নিশ্চিত হলেন সকলে। দু' জনকে ধন্যবাদ- শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। 

Jeetu Kamal Ditipriya Roy

 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে টেলিপাড়ায় ঘটে এক বেশ বিরল ঘটনা। দীর্ঘ টানাপড়েন চলতে থাকে জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে। জীতুর বিরুদ্ধে 'আপত্তিকর' মন্তব্য করার অভিযোগ এনেছিলেন দিতিপ্রিয়া উল্টো দিকে জীতুও নাম না করে, দিতিপ্রিয়ার বিরুদ্ধে 'ভিকটিম কার্ড' খেলার মতো অভিযোগ তুলে বিতর্ক উস্কে দেন। সেই সঙ্গে অভিনেত্রীর সঙ্গে গোপন কথোপকথন প্রকাশ্যে আনেন তিনি। এসব চাপানউতোর চলার পরে, অবশেষে সব সমস্যা মিটে যাওয়ার কথা লিখলেন দু'জনে। সত্যিই দু'জনের মিটমাট হয়েছে কিনা, তা সময়ই বলবে।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement