Kheyali Mondal: বিরতির পর সিরিয়ালে ফিরছেন 'ফড়িং'- খেয়ালি? জল্পনা স্টুডিও পাড়ায়

Bangla Serial News: ধারাবাহিক শেষের পর মন খারাপ হয়েছিল ফ্যানেদের। বিরতির পর ফের টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী। এই জল্পনাই এখন শোনা যাচ্ছে স্টুডিও পাড়ার অন্দরে। 

Advertisement
বিরতির পর সিরিয়ালে ফিরছেন 'ফড়িং'- খেয়ালি? জল্পনা স্টুডিও পাড়ায়  অভিনেত্রী খেয়ালি মণ্ডল (ছবি: ফেসবুক)

'আলতা ফড়িং' ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দার দর্শকদের মন জয় করেছিলেন খেয়ালি মণ্ডল (Kheyali Mondal)।ধারাবাহিক শেষের পর মন খারাপ হয়েছিল ফ্যানেদের। বিরতির পর ফের টেলিভিশনে ফিরছেন অভিনেত্রী। এই জল্পনাই এখন শোনা যাচ্ছে স্টুডিও পাড়ার অন্দরে। 

টলিপাড়ার অন্দরে আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে। এবার তাঁর বিপরীতে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। এর আগে বড় পর্দা কিংবা ওটিটি-তে দেখা গেছে তাঁকে। তবে খবর অনুযায়ী, এবার ছোট পর্দার নায়ক তিনি। আগে শোনা গিয়েছিল, এই মেগাতে নাকি দেখা যাবে হিয়া মুখোপাধ্যায়কে। তবে এবার কানাঘুষো শোনা যাচ্ছে, সেই জায়গায় অভিনয় করতে চলেছেন খেয়ালি। 

নতুন এই ধারাবাহিকে অভিনয় করার কথা ধ্রুবজ্যোতি সরকারের। এর আগে তাঁকে 'মিঠাই' ধারাবাহিকে সোমের চরিত্রে দেখা গিয়েছিল। ছোট পর্দার যথেষ্ট জনপ্রিয় মুখ তিনি। 'মিঠাই', 'পিলু' ছাড়াও আরও বেশ কয়েকটি মেগাতে অভিনয় করেছেন তিনি।          

প্রায় মাস পাঁচেক পরে ছোট পর্দায় ফিরছেন খেয়ালি মণ্ডল। শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিক প্রযোজনার দায়িত্বে রয়েছে স্ক্রিন প্লেয়ার্স। সিরিয়ালের লুক সেট নাকি হয়ে গেছে এবং অগাস্টেই প্রোমো শ্যুট হওয়ার কথা। তবে এই নিয়ে এখনও পর্যন্ত অভিনেতাদের কেউই মুখ খোলেননি। 

 

POST A COMMENT
Advertisement