বর্তমানে বাংলা টেলিভিশনের প্রথম সারির ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একেবারে প্রথমের দিকেই আসত 'খড়কুটো' (Khorkuto)-র নাম। এক সময়ের রেটিং চার্টের শীর্ষে থাকা এই ধারাবাহিকের রেটিং মাঝে একেবারে কমে যাওয়ায় পাঠানো হয় দুপুরের স্লটে। 'সৌগুন'-যে সকলের কতটা কাছের হয়ে উঠেছে তা সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যায়। শেষ হয়েছে 'খড়কুটো'-র প্রায় দু'বছরের যাত্রা। মন খারাপ ফ্যানেদের। সেই সঙ্গে ভারাক্রান্ত কলাকুশলীদের মনও।
রবিবার সম্প্রচার হয়েছে 'খড়কুটো'-র শেষ পর্ব। শেষ দিনের শ্যুটে হাসি-কান্নায় কেটেছে সকলের। আর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টুকরো মুহূর্তের একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী তৃণা সাহা। পর্দার গুনগুন লিখেছেন, "এই কয়েক মিনিটের মধ্যে ২ বছর ৪ দিন তুলে ধরা কঠিন। লীনা গঙ্গোপাধ্যায়, শৈবালদা, ম্যাজিক মোমেন্টস ও স্টার জলসাকে ধন্যবাদ আমায় গুনগুন করার জন্য। আমার সকল দর্শক, বন্ধু, পরিবারকে ধন্যবাদ আমাকে ভালবাসার জন্য, সমালোচনা করার জন্য, আমায় উৎসাহ দেওয়ার জন্য এবং আমার গোটা জার্নিতে আশীর্বাদ করার জন্য। এই জার্নিটা শুধু একটি প্রোজেক্ট না, একটি শিক্ষামূলক অভিজ্ঞতা ছিল...।"
ধারাবাহিকে পটকা চরিত্রটি খুব জুনপ্রিয়তা পায়। এই চরিত্রে দেখা যেত অম্বরিশ ভট্টাচার্যকে। টিমের সকলের সঙ্গে শেষ দিনের একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, "দীর্ঘ দু'বছরের পথচলা শেষ হল... এত দিন ধরে আপনাদের এত ভালোবাসা ও প্রশ্রয় পেয়ে আমরা ধণ্য... সবাই ভাল থাকবেন।"
দর্শকদের ভালোবাসার জোড়েই এই মেগার মাথায় একের পর এক উঠেছে নতুন পালক। বাংলায় সকলের মন জয় করার পর জাতীয় স্তরের দর্শকদের মনোরঞ্জন করছে 'খড়কুটো'। বর্তমানে তামিল, মারাঠি, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় রিমেক চলছে এই জনপ্রিয় ধারবাহিকের।