দেবলীনাকে দেখতে মদন মিত্র ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করে রাতারাতি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন টেলিপর্দার পরিচিত মুখ দেবলীনা নন্দী। স্বামী প্রবাহ নন্দী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাঁর উপর নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দেবলীনা। আর নেটমাধ্যমে তাঁকে নিয়ে যাবতীয় আলোচনা। সেই দেবলীনাকে এবার হাসপাতালে তাঁকে দেখতে পৌঁছে গেলেন মদন মিত্র। শিল্পীর সঙ্গে কী কথা হল তৃণমূল নেতার?
নেটপাড়ায় এখন ট্রোলের অন্যতম চর্চিত টপিক দেবলীনা নন্দী। তাঁকে হাসপাতালে গিয়ে দেখে আসার পর এই ট্রোলিং নিয়েও মুখ খোলেন মদন মিত্র।
কামারহাটির বিধায়ক জানিয়েছেন, দেবলীনা নন্দী তাঁর পূর্ব পরিচিত। এর আগেও একাধিকবার ভিন্ন ভিন্ন কারণে তাঁর ফোন পেয়ে সাহায্য করেছিলেন মদন। একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, 'এই মেয়েটিকে আমি চিনি। কয়েকদিন আগে বনগাঁয় গিয়েছিল অনুষ্ঠান করতে। তখন খুব সিরিয়াস প্রবলেম হয়। কিছু অসামাজিক লোকজন অসভ্যতা করার চেষ্টা করেছিল। রাত ৩টেয় আমায় ফোন করে। যাক সেটা মিটে গিয়েছে। MLA-MP-রা সাহায্য করে।'
মদন মিত্র আরও বলেন, 'অতনু পাল আমার ডাক্তার। তিনিই ওঁকে দেখছে। মেন্টাল চাপ নিতে বারণ করেছি। খুব বেশি মোবাইল ঘাঁটতেও বারণ করেছি। গান হয়তো গেয়ে দিতে পারবে কিন্তু মানসিক উন্নতিটা দরকার। চিকিৎসার বিষয়ে আমি খোঁজখবর নিয়েছি। আমি ওঁকে বলেছি, সুস্থ হয়ে কামারহাটিতে আগে অনুষ্ঠান করতে।'
দেবলীনা ৭৮টি ঘুমের ওষুধ খাওয়ায় ট্রোলিংয়ের শিকার হচ্ছেন লাগাতার। এই নিয়েও কটাক্ষের সুরে জবাব দিয়েছেন তৃণমূল নেতা। মদন বলেন, 'কিছু যদি চ্রোলিংয়ের লোকজন না থাকত, এত বড় পৃথিবী থাকত অথচ জন্তু থাকত না? এমনটা আবার হয় নাকি? আমায় নিয়ে ট্রোল করলে খুশি হই। TRP এগুলো। আমি ট্রোলিংয়ের উপরই দাঁড়িয়ে। মদন মিত্র মানেই সাবজেক্ট অফ ট্রোলিং। যত করবে, তত মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে।'