Madhubani Goswami Trolled: 'বিয়ে হওয়াটা...স্বামীর দেহে থাকাটাও...,' শাঁখা- পলা- সিঁদুর নিয়ে মন্তব্য করে ফের ট্রোলড মধুবনী

Actress Madhubani Goswami: বারবার শিরোনামে আসেন মধুবনী। সন্তানের জন্য কেরিয়ার ছাড়া নিয়ে মন্তব্য থেকে শুরু করে তাঁর সাজ, ইত্যাদি নানা বিষয় নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। 

Advertisement
'বিয়ে হওয়াটা...স্বামীর  দেহে থাকাটাও...,' শাঁখা- পলা- সিঁদুর নিয়ে মন্তব্য করে ফের ট্রোলড মধুবনী মধুবনী গোস্বামী (ছবি:ফেসবুক)

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মধুবনী গোস্বামী। যদিও বছর চারেক আগে মা হওয়ার সময় অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন। এখনও বিরতিতেই রয়েছে মেগা থেকে। তবে তাঁর একটি পার্লার আছে এবং নিয়মিত ভ্লগিং করেন। বারবার শিরোনামে আসেন মধুবনী। সন্তানের জন্য কেরিয়ার ছাড়া নিয়ে মন্তব্য থেকে শুরু করে তাঁর সাজ, ইত্যাদি নানা বিষয় নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। 

কখনও মধুবনীর সোনালি চুল তো কখনও হাতে মোটা শাঁখা-পলা, নেটিজেনদের স্ক্যানারে এসেছে বহুবার। 'শাঁখা-পলা, সিঁদুর সঙ্গে জড়িয়ে থাকে স্বামীর মঙ্গল-অমঙ্গল', এবার আরও এক মন্তব্য করে আলোচনায় অভিনেত্রী। হাল আমলে বহু মহিলাকে দেখা যায় মোটা শাঁখা-পলা পরতে। মধুবনী দাবি, তিনিই প্রথম এই ফ্যাশন ট্রেন্ড সেট করেন। ফেসবুকে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, "মোটা মোটা শাঁখা পলা পরার চল আমি নিয়ে এসেছি, বললেই চলে। ২০১৬-য় যখন বিয়ে হয়, তখন মোটা শাঁখা পরেই বিয়ে করেছিলাম… তারপর দেখেছিলাম, অনেকেই মোটা শাঁখা পরছে… দেখে খুব ভাল লেগেছিল যে যাক, শাঁখা পলা পরাই যেখানে উঠে গিয়েছিল, সেখানে 'স্টাইল' করার জন্য হলেও, লোকে তো পরছে অন্তত এরপর, অনেক পরে, যখন মোটা শাঁখার সঙ্গে মোটা পলাও পরা শুরু করলাম, তখন লোকে সেটাও ফলো করল।" 

মধুবনী আরও লেখেন, "আমি সব রকম আউটফিটের সঙ্গেই শাঁখা পলা পরি, আমার এখনকার এই সোনালি চুলের সঙ্গেও পরছি। অনেকে আমায় জিজ্ঞেস করেন, আমি কেন শাঁখা পলা পরি? আমি পরি আমার স্বামীর মঙ্গল কামনায়, স্বামীর শারীরিক এবং মানসিক সুস্বাস্থের কামনায়, এটা আমার বিশ্বাস…। সেই বিশ্বাসের জায়গা থেকেই আমি পরি। আর একটা কথা… আমি মনে করি, শাঁখা পলা, সিঁদুর এগুলো এমন আভূষণ, যা চাইলেই পরা যায় না… এর জন্য, অবশ্যই প্রাথমিকভাবে বিয়ে হওয়াটা ম্যান্ডেটরি, এবং স্বামীর দেহে থাকাটাও অত্যাবশ্যক। যারা প্রফেশনের কারণে পরতে পারেন না, তাদেরটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু 'এমনি পরি না', বা 'দেখতে গাঁইয়া লাগে' ভেবে যারা পরেন না, তাদের অন্তত এটুকু মাথায় রাখা উচিত, যে এমন অনেকে আছেন, যারা এগুলো পরার সুযোগই পান না।" 

Advertisement

অভিনেত্রী যোগ করেন,"আমি কাউকে আমার কথা মেনে চলতে বলছি না… আমি তেমনটা এক্সপেক্ট ও করি না… আমি শুধু আমার পার্সপেক্টিভ টা সবার সাথে শেয়ার করলাম।" মধুবনীর এই পোস্টের পর থেকে তাঁকে ফের ট্রোলের শিকার হতে হয় অভিনেত্রীকে।   

 

প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বর মাসে টেলি অভিনেতা রাজা গোস্বামীর সঙ্গে বিয়ে করেছিলেন মধুবনী। 'ভালোবাসা ডট কম'-র ওম তোরাকে কে না চেনে? এই ধারাবাহিকের থেকেই সম্পর্কে জড়ান তাঁরা। 'বেহুলা', 'ফাগুন বউ', 'সাত ভাই চম্পা', 'ভানুমতীর খেল'-র মত অনেক সিরিয়ালে অভিনয় করেছেন মধুবনী। গত প্রায় চার বছর ধরে টেলিভিশনের পর্দায় মধুবনীকে আর দেখা না গেলেও, রাজা নিয়মিত কাজ করছেন মেগাতে। 

 

POST A COMMENT
Advertisement