Manoshi Sengupta: ব্যক্তিগত-পেশাগত জীবনে সমস্যা! সোশ্যাল মিডিয়া থেকে এই কারণে বিরতি নিলেন মানসী

ফ্যানেদের সংখ্যাও রোজই বেড়ে চলেছে। তবে হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা করলেন মানসী। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? 

Advertisement
ব্যক্তিগত-পেশাগত জীবনে সমস্যা! সোশ্যাল মিডিয়া থেকে এই কারণে বিরতি নিলেন মানসী মানসী সেনগুপ্ত (ছবি: ফেসবুক)

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। বলা যায়, ছোট পর্দার জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে একজন হলেন তিনি। এই মুহূর্তে 'নিম ফুলের মধু' ধারাবাহিকে মৌমিতা চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মাঝে কিছুদিন মুম্বইতে ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। ফ্যানেদের সংখ্যাও রোজই বেড়ে চলেছে। তবে হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা করলেন মানসী। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? 

মঙ্গলবার আচমকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মানসী। তিনি লেখেন, "ব্যক্তিগত এবং পেশাগত কিছু কারণের জন্য সমাজমাধ্যমের পাতা থেকে কিছু দিনের জন্য বিরতি নিচ্ছি। যদি কাজের কারণে আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয়, তাহলে দয়া করে ইমেল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে।" 

এই পোস্ট দেখা মাত্রই মানসীকে নিয়ে চিন্তায় পড়েছেন নেটিজেনরা। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি? সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, "নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘেঁটে আছি। আপাতত পাঁচ বছরের মেয়েকে নিয়ে নিজের মতো থাকতে চাই। শুধুই কাজে মন দিতে চাই। ব্যক্তিগত জীবনে একটা সমস্যা চলছে, যেটা প্রকাশ্যে আনতে চাই না। তবে বড় গল্প। সেই জন্যই একটু নিজেকে সময় দিতে চাই। ভাল থাকতে চাই কাজ নিয়ে। কিন্তু আমি বিরতি নিচ্ছি মানে এমনটা নয় যে, আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছি। আমার টিম আছে। কেউ যোগাযোগ করতে চাইলে করতে পারবে।" মানসী আরও বলেন, "তবে ভগবানের কৃপায় আমার জীবনে এখনও অবসাদ ছুঁতে পারেনি।" 

 

প্রসঙ্গত, তারকারা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন বর্তমান সময়। তবে বহুক্ষেত্রে তাঁদের বিরতি নিতে দেখা যায়। কখনও তা হয় প্রচারের অংশ, আবার কখনও থাকে বিশেষ কোনও কারণ। তবে এক্ষেত্রে কারণ তিনি জানিয়েছেন। এখন অপেক্ষা নতুন ভাবে কিংবা পুরনো অবতারে তাঁর ফিরে আসার। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement